• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'ম্যাচ খেলেই পয়েন্ট পেতে চায় শ্রীলংকা'

    'ম্যাচ খেলেই পয়েন্ট পেতে চায় শ্রীলংকা'    

    শেষবার শ্রীলংকা মাঠে নেমেছিল ৪ জুন। আফগানিস্তানের বিপক্ষে সেই জয়ের পর তাদের টানা দুই ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচের পর বাংলাদেশের ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে লংকানদের। পরপর দুই ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে তাঁরা, মোট চার পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ব্রিস্টলে গতকাল লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেছেন, এভাবে বৃষ্টির কারণে নয়, ম্যাচ খেলেই পয়েন্ট পেতে চান তাঁরা।

    বিশ্বকাপে শ্রীলংকার চার ম্যাচের দুটিই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ব্রিস্টলে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে একটিও বল মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে দুই ম্যাচে দুই পয়েন্ট পেয়েছে করুনারত্নের দল, চার ম্যাচে মোট চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তাঁরা।

    করুনারত্নে এরকম ‘ফাও’ পয়েন্ট পেয়ে একদমই খুশি নন, ‘অনেকের মনে হতে পারে আমরা পয়েন্ট ভাগাভাগি হওয়াতে খুশি হয়েছি, কিন্তু আমরা এমন পয়েন্ট চাই না। আমরা ম্যাচ খেলেই পয়েন্ট অর্জন করতে চাই। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি থামতেই চাইছে না, তাই বাধ্য হয়েই পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে।’

     

     

    আগামী ১৫ জুন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রায় ১১ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকছে তাঁরা। এটা নিয়ে খানিকটা দুশ্চিন্তায় আছেন করুনারত্নে, ‘আমরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি। দেশের দর্শকরাও আমাদের খেলতে দেখতে চায়। কিন্তু আবহাওয়ার ওপর তো কোন নিয়ন্ত্রণ নেই আমাদের। নিজেদের প্রস্তুতিটা নিতে থাকবো। সামনে অনেক কঠিন ম্যাচ আছে। গত কয়েকদিন আমরা ম্যাচ খেলতে পারিনি, পরের ম্যাচের আগে সেই বিরতিটা দাঁড়াবে ১১ দিনে। এটার সাথে নিজেদের মানিয়ে নিতে হবে।’