• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    'স্মিথ-ওয়ার্নারকে দুয়ো দিলে উল্টো ফল হতে পারে'

    'স্মিথ-ওয়ার্নারকে দুয়ো দিলে উল্টো ফল হতে পারে'    

    ইংল্যান্ডের দর্শক তাদের দুয়ো দেবে, ব্যাপারটা হয়ত দুইজন ধরেই রেখেছেন। বিশ্বকাপে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ এখন পর্যন্ত বহুবার দুয়ো শুনেছেন, সামনেও হয়ত এমনটা দেখা যাবে। বিশ্বকাপের পরেই আসছে অ্যাশেজ সিরিজ। টকস্পোর্ট রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন তাদের সমর্থকদের সতর্ক করে বলেছেন, দুয়ো শুনে স্মিথ-ওয়ার্নার উজ্জীবিত হয়ে আরও ভালো পারফর্ম করবে।

    বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন স্মিথ-ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন দুইজন। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই দর্শককে অনুরোধ করেছিলেন, তাঁরা যেন স্মিথ-ওয়ার্নারকে দুয়ো না দেয়।

    অ্যাশেজে যে স্মিথ-ওয়ার্নারকে আরও বেশি দুয়ো দেবে বার্মি-আর্মিরা, সেটা বলাই বাহুল্য। অ্যান্ডারসন বলছেন, দুইজনকে দুয়ো দিলে সেটার উল্টো ফল হতে পারে, ‘তাদের বিপক্ষে বহুবার খেলেছি। তাই আমি জানি দুয়োর জবাবটা তাঁরা ব্যাট হাতে কীভাবে দিতে পারে। দর্শক দুয়ো দিলে তাদের পারফরম্যান্স আরও ভালো হবে। যখন ব্রড অস্ট্রেলিয়া গিয়েছিল, তখন তাকে অনেক দুয়ো শুনতে হয়েছে। এতে তাঁর মনোবল আরও বেড়েছে, উইকেটও বেশি পেয়েছে। স্মিথ-ওয়ার্নার অতীতে যা করেছে সেটা হয়ত অনেকের পছন্দ হবে না, কিন্তু সেটার জন্য তাদের দুয়ো দেওয়া উচিত হবে না। এসব নিয়ে কথা না বলাই ভালো, তাও আমার মনে হয় এই প্রসঙ্গটা উঠবেই।’

    ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সময় তো বিরাট কোহলি নিজেই দুইবার সমর্থকদের ইঙ্গিত দিয়েছেন স্মিথকে দুয়ো না দিতে। কোহলির এই আচরণ মুগ্ধ করেছে অ্যান্ডারসনকে, ‘এখন যে পরিমাণ টি-টোয়েন্টি লিগ খেলা হচ্ছে, তাতে ক্রিকেটাররা একে অন্যকে আরও ভালোভাবে জানতে পারে। এজন্যই সবার মাঝে অন্যরকম একটা সম্পর্ক তৈরি করেছে। জাতীয় দলের হয়ে খেলার সময় প্রতিপক্ষ থাকলেও সবাই সবাইকে সম্মান করে। এটা ক্রিকেটের শুরুর দিকে ছিল। এটা দারুণ একটা ব্যাপার।’