বেটিস কোচ চান ঠান্ডা লেগে ম্যাচ মিস করুক মেসি
দুইদিন আগে রিয়াল বেটিসের অফিশিয়াল টুইটারে পোস্ট দেওয়া হয়েছিল, লিওনেল মেসি যেন তাদের বিপক্ষে ফেরা নিয়ে তাড়াহুড়া না করেন। আগামীকাল বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে বেটিস কোচ রুবি খানিকটা মজা করেই বলেছেন, ম্যাচের আগে যেন মেসির ঠান্ডা লাগে!
ইনজুরির কারণে লিগের প্রথম ম্যাচ মিস করেছেন মেসি। বেটিসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরলেও সেই ম্যাচে খেলবেন কিনা, সেটা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে। বেটিস কোচ রুবি অবশ্য মেসির মুখোমুখি হতে চাইছেন না, ‘আমার মনে হয় মেসি শুরু থেকেই খেলবে। আমি তো চাই তাঁর ঠান্ডা লাগুক! কোনো ইনজুরিতে সে ম্যাচ মিস করুক এটা কখনোই চাই না। ঠান্ডার জন্য খেলতে না পারলে মন্দ হয় না!’
মাঠে বার্সেলোনাকে অতিরিক্ত ‘সম্মান’ দিতে চান না রুবি, ‘আমাদের সাহস নিয়ে মাঠে নামতে হবে। যদি আপনি মাঠে প্রতিপক্ষকে অতিরিক্ত সম্মান দেখান, তাহলে হারতে হবে। সাহসী হওয়ার পাশাপাশি হাস্যকর ভুলও করা যাবে না। কারণ বার্সার মতো দল এটার ফায়দা নেবেই।’
এদিকে স্প্যানিশ পত্রিকা এএস বলছে, শতভাগ ফিট না হওয়ায় বেটিসের বিপক্ষে প্রথম একাদশে মেসিকে নাও রাখতে পারেন এরনেস্তো ভালভার্দে। দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি দেখেই তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।