• সাফ অ-১৫ ফুটবল
  • " />

     

    শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের তরুণরা

    শ্রীলংকাকে উড়িয়ে দিল বাংলাদেশের তরুণরা    

    প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে গেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

    ভারতের পশ্চিমবঙ্গের কল্যানী স্টেডিয়ামে শুরু থেকেই শ্রীলংকার রক্ষণভাগকে স্বস্তি দেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলটাই শুধু আসছিল না। ৩২ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আল আমিন রহমান। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রকিবুল ইসলাম। গোলরক্ষকের বাজে পাসে বল পেয়েছিলেন রকিবুল। একে একে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে চোখ ধাঁধানো এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই মিনিট পর দলের তৃতীয় গোল আসে আমিনের পা থেকে। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই চতুর্থ গোল পায় বাংলাদেশ। বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়ে ভুল করেননি আল মিরাদ। ৫০ মিনিটে এক গোল শোধ করেন শ্রীলংকার মুহামেদ মিহরান। ৬০ মিনিটে আসে বাংলাদেশের পঞ্চম গোল। পেনাল্টি থেকে করা এই গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিন রহমান। 

    ৬৭ মিনিটে বক্সের ভেতর তৈরি হওয়া জটলা থেকে দলের ষষ্ঠ গোল করেন গোলাম রাব্বি। ৭১ মিনিটে বাংলাদেশের শেষ ও নিজের চতুর্থ গোল করেন আমিন রহমান। 

    এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। সমান ম্যাচে নেপালের পয়েন্ট তিন। তিন ম্যাচ খেলে শ্রীলংকার পয়েন্ট তিন। এক ম্যাচ খেলে স্বাগতিক ভারতের পয়েন্ট তিন।  দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি ভুটান। ২৭ আগস্ট একই মাঠে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।