টাইব্রেকারে ভারতের কাছে হেরে সাফ অ-১৫ শিরোপা হাতছাড়া বাংলাদেশ মেয়েদের
আগের দুবারের মত মেয়েদের ২০১৯ অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৮-এর হতাশা দূর করার সুযোগও পেয়েছিল তারা, কিন্তু শেষ ম্যাচ জাল খুঁজে পায়নি কেউই; ম্যাচ চলে যায় টাইব্রেকারে। কিন্তু শেষ পর্যন্ত আবারও ভারতের সাথে তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। টাইব্রেকারে ভারতের কাছে ৫-৩ ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৫ সাফের শিরোপা পুনরুদ্ধার করা হল না বাংলাদেশের মেয়েদের।
ভুটানের রাজধানী থিম্পুর চাঙ্গলিমিথান স্টেডিয়ামে পুরো ম্যাচে অবশ্য এগিয়ে ছিল ভারতই। তবে প্রথমার্ধে বাংলাদেশের হয়ে রীতিমত অপ্রতিরোধ্য ছিলেন গোলরক্ষক রুপনা চাকমা। পুরো ম্যাচেই একাধিক দুর্দান্ত সেভে প্রমাণ করেছেন; কেন এই বয়সেই অনূর্ধ্ব-১৬ দলের হয়েও খেলছেন তিনি। ২৩ এবং ২৮ মিনিটে রক্ষণের ভুলে রুপনাকে একা পেয়ে গিয়েছিলেন আমিশা বাক্সলা, গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে ড্রয়ে যিনি করেছিলেন গোল। দ্বিতীয়ার্ধেও রক্ষণাত্মকই খেলতে হয়েছে বাংলাদেশকে।
সেটপিসে ৬৮ মিনিটে শামসুন্নাহারের হেড ছাড়া তেমন সুযোগই তৈরি করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সোহাগী কিকসু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত রুপনাদের দৃঢ়তায় ম্যাচ যায় টাইব্রেকারে। প্রথম শটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সুমান্তি কুমারি গোল করলেও বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহারের শট প্রতিহত হয় ক্রসবারে। পরের তিন শটে গোল করে দু’দলই। ‘স্কোর টু উইন’ সমীকরণে শেষ পেনাল্টিতে অধিনায়ক শিল্কি দেবী হিমামের গোলে শেষ হাসি হাসে ভারত।
২০১৭ সাল থেকে শুরু হওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের প্রথম আসরে ভারতকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশকেই হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ভারত। এবারের জয়ে শিরোপা ধরে রাখল তারা।