• লা লিগা
  • " />

     

    গোলের সময় মেসিকে অনুকরণ করতে চেয়েছিলেন গ্রিজমান

    গোলের সময় মেসিকে অনুকরণ করতে চেয়েছিলেন গ্রিজমান    

    বক্সের একটু বাইরে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে জড়ালেন, গোলরক্ষকে চেয়ে দেখা ছাড়া আর উপায় ছিল না। বার্সেলোনার ম্যাচে এমন দৃশ্যটা লিওনেল মেসির কল্যাণে অনেকটা পরিচিতই। কিন্তু কাল রিয়াল বেটিসের বিপক্ষে ঠিক একই ধরনের গোল করলেন আতোয়া গ্রিজমান। ম্যাচের পর গ্রিজমান বলছেন, অনুশীলনের সময় মেসিকে দেখেই এমন গোল করার চেষ্টা করেছেন তিনি।

    প্রথম ম্যাচে নিষ্প্রাণ ছিলেন গ্রিজমান, হেরেছিল বার্সেলোনাও। বার্সার হয়ে লিগের দ্বিতীয় ম্যাচে ন্যু ক্যাম্পে দেখা গেলো চিরচেনা সেই গ্রিজমানকেই। ঘরের মাঠে অভিষেকেই জোড়া গোল করলেন গ্রিজমান, রিয়াল বেটিসকে ৫-২ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিল বার্সা।

    ম্যাচের ৪১ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন গ্রিজমানই। ৫০ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে তাঁর চোখ ধাঁধানো এক বাঁকানো শট জালে জড়ালে এগিয়ে যায় বার্সা। তাঁর সেই শট মনে করিয়ে দিচ্ছিল মেসির কথাই। গ্রিজমান নিজেও বলছেন, মেসি থেকে অনুপ্রাণিত হয়েই এমন শট, ‘আমি লিওকে এটা অনুশীলনে করতে দেখেছি। তাই তাকেই অনুসরণ করতে চেয়েছিলাম শটটা নেওয়ার সময়।’

    দ্বিতীয় গোলের পর সাইডলাইনে গিয়ে কনফেত্তি(উদযাপনের জন্য ব্যবহৃত রঙিন কাগজ) উড়িয়ে উদযাপন করেছেন গ্রিজমান। এমন উদযাপনের পেছনের কারণটাও জানিয়েছেন তিনি, ‘বাস্কেটবল তারকা লেব্রন জেমসের এই উদযাপনটা আমার ভালো লাগে। এজন্যই গোলের পর এমনটা করেছি।’ 

    প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রিজমান, ‘বিলবাওয়ের বিপক্ষে হারের পর জয়টা খুব দরকার ছিল। অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার ইনজুরির কারণে খেলতে পারেনি এই ম্যাচে। সবাই তাই নিজেদের সেরাটা দিয়েই জয় এনে দিয়েছে দলকে।’