• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফিফা বর্ষসেরাতেও মেসি-রোনালদোকে টপকে যাবেন ভ্যান ডাইক?

    ফিফা বর্ষসেরাতেও মেসি-রোনালদোকে টপকে যাবেন ভ্যান ডাইক?    

    লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের পেছনে ফেলে এবারের ইউয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়েও এগিয়ে আছেন এই ডাচ ডিফেন্ডার। ইউয়েফার মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের মনোনয়নের সেরা তিনেও আছেন মেসি, রোনালদো ও ভ্যান ডাইক।

    ফিফা তাদের বর্ষসেরা ফুটবলারের নাম পরিবর্তন করে 'দ্য বেস্ট' হিসেবে পুরস্কার দেওয়া শুরু করে ২০১৬ সাল থেকে। এরপর প্রথম দুইবার এই পুরস্কার জেতেন রোনালদো। গতবার এটা উঠেছিল লুকা মদ্রিচের হাতে। তিনবারই এই পুরস্কার জিতেছেন ওই বছরের  ইউয়েফা বর্ষসেরা হওয়া ফুটবলার। 

     

     

    গত মৌসুমে লিভারপুলের সাফল্যের অন্যতম মূল কারিগর ছিলেন ভ্যান ডাইক। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। প্রিমিয়ার লিগে অল্পের জন্য হাতছাড়া হয়েছে লিগ শিরোপা। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও ভ্যান ডাইক ছিলেন উজ্জ্বল। নেদারল্যান্ডসের হয়ে ইউয়েফা নেশনস লিগের ফাইনালও খেলেছেন ভ্যান ডাইক।

    ইউয়েফা বর্ষসেরা পুরস্কার হাতে ভ্যান ডাইক

    ইতালির ফাবিও ক্যানাভারোর পর আর কোনো ডিফেন্ডারই ফিফার বর্ষসেরার পুরস্কার জেতেননি।এছাড়াও আজকের গালাতে দেওয়া হবে বেশ কয়েকটি পুরস্কার। সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে আছেন লিভারপুলের অ্যালিসন বেকার, ম্যানচেস্টার সিটির এডারসন ও বার্সেলোনার টের স্টেগান। 

    সেরা কোচ

    • ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা 
    • লিভারপুলের ইউর্গেন ক্লপ
    • টটেনহামের মাউরিসিও পচেত্তিনো।


    সেরা নারী ফুটবলার 

    • লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড
    • অ্যালেক্স মরগান (যুক্তরাষ্ট্র) 
    • মেগান রাপিনো (যুক্তরাষ্ট্র)

    নারীদের সেরা গোলরক্ষক

    • ক্রিশ্চিয়ান এন্ডলার
    • হেডভিক লিন্ডা
    • সারি ভেনেনদাল

    সেরা নারী কোচ 

    • জিল এলিস
    • ফিল নেভিল
    • সারিনা উইগম্যান

    ফিফা পুসকাস অ্যাওয়ার্ড  

    • লিওনেল  মেসি
    • হুয়ান ফার্নান্দো কুইন্তেরো
    • ড্যানিয়েল সোরি 

    ফিফপ্রো ওয়ার্ল্ড ইলেভেন বাছাইয়ের জন্য ৫৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন ফিফা। লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জেতার পর গত দশ বছরের ভেতর প্রিমিয়ার লিগ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন এবার। একজন গোলরক্ষক, চারজন ডিফেন্ডার, ও তিনজন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ডের জায়গায় হবে সে দলে। ৫৫ জনের ভেতর প্রিমিয়ার লিগ থেকে আছেন ২১ জন, লা লিগা থেকে ২০। এক ক্লাবের সবচেয়ে বেশি খেলোয়াড় বার্সেলোনার। লা লিগা জয়ীদের দল থেকে মনোনয়ন পেয়েছেন ৯ জন। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় আছেন ৮ জন। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো একমাত্র খেলোয়াড় হিসেবে ১৫টির সবকয়টি একাদশের জন্যই মনোনয়ন পেয়েছেন। 

    ইতালির মিলানের টেয়াট্রো লা স্কালা অপেরা হাউসে অনুষ্ঠিত হবে ফিফার গালা অনুষ্ঠানটি। বাংলাদেশ সময় আজ রাত ১২.৩০ মিনিটে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাবেক এসি মিলান কিংবদন্তি রুদ গুলিত ও ইতালির জনপ্রিয় উপস্থাপক ইলারিয়া ডি অ্যামিকো।