• লা লিগা
  • " />

     

    'রিয়ালে ফেরার পর এই প্রথম তৃপ্তি পেলাম'

    'রিয়ালে ফেরার পর এই প্রথম তৃপ্তি পেলাম'    

    চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই ধাক্কাটা লা লিগায় ভালোভাবেই কাটিয়ে উঠেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার একমাত্র গোলে সেভিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রিয়াল। ম্যাচের পর জিদান বলছেন, রিয়ালের কোচ হিসেবে ফেরার পর এটাই তার দলের সেরা পারফরম্যান্স। 

    কোচ হিসেবে রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লিগ জেতানোর পর গত বছর হুট করেই সরে দাঁড়িয়েছিলেন জিদান। এই বছরের মার্চে আবার রিয়ালের ডাগআউটে ফেরেন জিজু। গত সাত মাসে গতকালই রিয়ালের খেলায় পূর্ণ তৃপ্তি পেয়েছেন জিদান, ‘প্রথমত আমি খুব খুশি। কঠিন একটা পরিস্থিতিতে আমরা ৯০ মিনিট দারুণ খেলেছি। সব ফুটবলারকে অভিনন্দন জানাতে চাই। এই জয়টা দলের সবার জন্যই এসেছে। রিয়ালের ডাগআউটে ফেরার পর এই ম্যাচেই সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি।’ 

    এই মৌসুমে বেনজেমার গোল মানেই যেন রিয়ালের জয়

     

    ৬৪ মিনিটে দারুণ এক হেডে রিয়ালকে জয়সূচক গোল এনে দেন বেনজেমা। পাঁচ গোল করে এই মৌসুমে এখন পর্যন্ত যৌথভাবে লা লিগার সর্বোচ্চ গোলদাতা তিনি। বেনজেমার প্রশংসায় তাই পঞ্চমুখ জিদান, ‘সে আমাদের আবারও জয় এনে দিয়েছে। সে দলের অন্যতম সেরা ফুটবলার। যদিও দলের সবাই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা গোলের অনেক সুযোগ তৈরি করতে পারি প্রতি ম্যাচেই। কিন্তু রক্ষণ সামলানোটাই জয়ের মূল চাবিকাঠি। আমরা সেটা এই ম্যাচে করে দেখিয়েছি।’ 

     

     

    এই জয়ে ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে অ্যাথলেটিক বিলবাও।