• শ্রীলংকার পাকিস্তান সফর
  • " />

     

    করাচির উৎসব পন্ড করে দিল বৃষ্টি

    করাচির উৎসব পন্ড করে দিল বৃষ্টি    

    ১০ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল করাচিতে, মোটামুটি একটা সাজ সাজ রবই ছিল শহরটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাকিস্তানিদের উন্মাদনা চোখে পড়ছিল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর কোনো বড় দল যে এই প্রথম পূর্ণাঙ্গ সফরে আসল। তবে করাচিতে শ্রীলংকার সাথে পাকিস্তানের ম্যাচটি কোনো বল গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে গেছে, রোমাঞ্চে তাই জল ঢেলে দিয়েছে বৃষ্টি।

     

     

    কদিন ধরেই করাচিতে বৃষ্টি হচ্ছিল বেশ, ম্যাচের ভবিষ্যত নিয়ে শংকা জেগেছিল আগেই। আজ সকাল থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি, অনেক জায়গায় তাই পানি জমে গেছে। বেলা তিনটার সময় শুরু হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। বিকেলের দিকেই নিশ্চিত হয়ে গেছে, বল মাঠে গড়াচ্ছে না। পরশু হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ, মাঠের অবস্থা চিন্তা করে সেটি একদিন পিছিয়ে ৩০ সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয়েছে। তবে রোদ না হাসলে পরের ম্যাচটি নিয়েও শংকা থেকে যেতে পারে। ২ অক্টোবর হবে তৃতীয় ও ফাইনাল ওয়ানডে।