• বিশ্বকাপ ২০১৪
  • " />

     

    মমিনুলের শতক

    মমিনুলের শতক    

     

    জিম্বাবুয়ে ২য় ইনিংস ৭১/১ (রাজা ৪৩*, মাসাকাদজা ২৬*; রুবেল ১/১৬)

    বাংলাদেশ ২য় ইনিংস ৩১৯/৫; ইনিংস ঘোষণা (মমিনুল ১৩১*, তামিম ৬৫; পানিয়াঙ্গারা ২/৩১)

    জিম্বাবুয়ে প্রথম ইনিংস ৩৭৪/১০

    বাংলাদেশ প্রথম ইনিংস ৫০৩/১০


     

    ক্যারিয়ারটা মাত্র ১২ টেস্টের। এর এগারোটিতেই তিনি খেলছেন পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস! চারটি শতক আর সাতটি অর্ধশতক নিয়ে স্বদেশীদের মধ্যে তো প্রথম বটেই, গোটা ক্রিকেট বিশ্বেই ক্যারিয়ারের প্রথম কুড়ি ইনিংসে মমিনুলের হকের চেয়ে বেশী গড় রয়েছে কেবল একজনের, স্যার ডন ব্র্যাডম্যান! জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ২৩ বছর বয়সী এই বাঁহাতি তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক। উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের ‘পয়মন্ত’ ভেন্যু চট্টগ্রামেই আগের তিন শতকের দুটি পেয়েছিলেন তিনি। হয়তো জেনে থাকবেন, আজকেরটিসহ শেষ তিনটি শতরানের ইনিংসেই অপরাজিত ছিলেন মমিনুল।

     

    টেস্টে মমিনুলের চার শতক
     

    রান

    ইনিংস

    প্রতিপক্ষ

    ভেন্যু

    সময়কাল

    ১৮১

    ১ম

    নিউজিল্যান্ড

    চট্টগ্রাম

    অক্টোবর ২০১৩

    ১২৬*

    ২য়

    নিউজিল্যান্ড

    চট্টগ্রাম

    অক্টোবর ২০১৩

    ১০০*

    ২য়

    শ্রীলংকা

    ঢাকা

    ফেব্রুয়ারি ২০১৪

    ১৩১*

    ২য়

    জিম্বাবুয়ে

    চট্টগ্রাম

    নভেম্বর ২০১৪