রোনালদোর রেকর্ড

এই মৌসুমে যেন বিদ্যুৎ গতিতে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক রেকর্ড করে নিজের জাতটা ভাল ভাবেই চেনাচ্ছেন । ক্লাবের হয়ে গোল করার অভ্যাসটা ধরে রেখেছেন জাতীয় দলের হয়েও। গত রাতে তার করা একমাত্র গোলেই ইউরো বাছাই পর্বে আলবেনিয়ার বিপক্ষে পর্তুগাল জিতেছে ১-০ ব্যবধানে। আর এই গোল দিয়েই সি আর সেভেন করলেন আরেক কীর্তি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল ও বাছাই পর্ব মিলিয়ে তিনি এখন এই ইভেন্টের সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন সাবেক ডেনমার্কের খেলোয়াড় জন ডাল টমাসনকে।
এখন দেখা যাক একটি পরিসংখ্যান যেখানে রোনালদো কোন কোন খেলোয়াড়কে টপকে এই রেকর্ডটি করলেন এবং সেই সব খেলোয়াড়দের গোল সংখ্যা।
খেলোয়াড় |
দেশ |
গোল সংখ্যা |
ক্রিস্টিয়ানো রোনালদো |
পর্তুগাল |
২৩ |
জন ডাল টমাসন |
ডেনমার্ক |
২২ |
রবি কিন |
আয়ারল্যান্ড |
২১ |
ইয়ান কোলার |
চেক প্রজাতন্ত্র |
২১ |
হাকান সুকুর |
তুরস্ক |
২১ |
তবে এই রেকর্ড নিয়ে খুব একটা মাতামাতি করছেন না রোনালদো। বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়ে রিয়াল তারকা বলেন, “ এটা একটা সাধারণ ঘটনা। আমি জানতাম এক দিন না এক দিন এটা হবেই। আমার এখনও অনেক খেলা বাকি। তবে ভাল লাগছে নিজ দেশের সমর্থকদের সামনে করতে পেরে”।