আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়
আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার ২০২০-২১ মৌসুমের জন্য পুরো সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কভিড-১৯ মহামারির পরও নিজেদের আন্তর্জাতিক মৌসুম পুরো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
৯-১৫ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, এর মাঝে শেষটি হবে টাউনসভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। তবে প্রথম দুটির ভেন্যু নিশ্চিত করা হয়নি এখনও। আর আন্তর্জাতিক সিরিজ হলেও দর্শক থাকবে কিনা, সিদ্ধান্ত নেওয়া হয়নি সে ব্যাপারেও। কভিড-১৯ মহামারিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এসসিজিতে দর্শকশূন্য মাঠে খেলেছিল অস্ট্রেলিয়া। সে অভিজ্ঞতা আগামী গ্রীষ্মে কাজে দেবে বলে আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার।
জিম্বাবুয়ে সিরিজের পর সেপ্টেম্বরে মেয়েরা টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। অক্টোবরের ৪-৯ তারিখের মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি আছে অস্ট্রেলিয়ার। এরপর ১১-১৭ অক্টোবর পর্যন্ত তিনটি টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ ভারত। ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যে টুর্নামেন্ট নিয়ে আছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার আইসিসির বোর্ড মিটিংয়ের পর আসতে পারে সিদ্ধান্ত।
২০২০-২১ মৌসুমে নিজেদের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক অইন মরগান বলেছেন, এ পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে তিনি বিস্মিত হবেন। বর্তমান অবস্থায় বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন বেশ কঠিন বলে মনে করেন তিনি।
তবে নিজেদের দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, “বৈশ্বিক মহামারি কেমন কঠিন, সেতি আমরা বুঝি অবশ্যই। তবে করোনাভাইরাস মোকাবেলায় অস্ট্রেলিয়ার উন্নতি ২০২০-২১ মৌসুমে এক রোমাঞ্চকর গ্রীষ্ম আয়োজনের ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে।”
“আমরা জানি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ফলে আজ যে সূচি দেওয়া হয়েছে, চূড়ান্ত সূচিতে সেটি থেকে বদল আসতে পারে। তবে এ গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যা কিছু সম্ভব, সবই করব আমরা।”
এর আগে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নভেম্বরে পার্থে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ভারতের বিপক্ষে চারটি টেস্ট খেলবে তারা যথাক্রমে গ্যাবা, অ্যাডিলেড ওভাল, এমসিজি ও এসসিজিতে।