• পাকিস্তানের ইংল্যান্ড সফর ২০২০
  • " />

     

    দুই দফা কভিড-১৯ নেগেটিভ হওয়ার পর ইংল্যান্ড যাচ্ছেন আরও ৩ পাকিস্তান ক্রিকেটার

    দুই দফা কভিড-১৯ নেগেটিভ হওয়ার পর ইংল্যান্ড যাচ্ছেন আরও ৩ পাকিস্তান ক্রিকেটার    

    করোনাভাইরাস কভিড-১৯ এ নেগেটিভ হয়েছেন আরও তিনজন পাকিস্তান ক্রিকেটার- হায়দার আলি, ইমরান খান ও কাশিফ ভাট্টি। এ নিয়ে দ্বিতীয়দফা নেগেটিভ হলেন তারা, ১ জুলাইয়ের পর ৪ জুলাই আবারও পরীক্ষা করানো হয়েছিল তাদের। নিয়ম অনুযায়ী, দুই দফা নেগেটিভ আসলেই সফরে যেতে পারবেন তারা। 

    পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, স্কোয়াডের সঙ্গে যোগ দিতে শীঘ্রই রওনা হবেন তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে। তবে ক্রিকইনফোর মতে, ৮ জুলাই রওনা হয়ে যাবেন তারা। 

    এ তিনজনের নেগেটিভ আসার পর ১০ জন ক্রিকেটারের মাঝে শুধু বাকি থাকলেন হারিস রউফ, যিনি এখনও পজিটিভ আছেন। তবে রউফের কোনো উপসর্গ নেই। 

    ইংল্যান্ড সফরের আগে স্কোয়াডের সবার টেস্ট করিয়ে মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজসহ ১০ জন পাকিস্তান ক্রিকেটার কভিড-১৯ এ পজিটিভ হয়েছিলেন। এরপর দুই দফা নেগেটিভ আসার পর পাকিস্তান স্কোয়াডের দুটি অংশ চলে গেছে ইংল্যান্ডে। পরেরবার গেছেন হাফিজ, রিয়াজ, শাদাব খান, ফাখার জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাসনাইন। 

    ইংল্যান্ড সফরে এখন উস্টারশায়ারের নিউ রোডে থেকে কোয়ারান্টাইন পিরিয়ড পার করছে পাকিস্তান, সেখানেই চলছে অনুশীলন। এরপর তাদের প্রস্তুতি হবে ডার্বিশায়ারে। 

    আগস্ট ও সেপ্টেম্বরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড, দর্শকশূন্য মাঠে। , কভিড-১৯ মহামারিতে সবকিছু থমকে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড গেছে পাকিস্তান।