• ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর ২০২০
  • " />

     

    ফিরলো ক্রিকেট, ব্রডকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

    ফিরলো ক্রিকেট, ব্রডকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড    

    বেন স্টোকস ও জেসন হোল্ডার ভুলে হ্যান্ডশেক করে ফেলেছিলেন প্রায়, টসের পর! হোল্ডার হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছিলেন, স্টোকস মুষ্টিবদ্ধ হাত। স্কাইয়ে ইয়ান ওয়ার্ড বললেন, সেটা করা যাবে না। টসের পর দুই অধিনায়ক কথাও বললেন ‘মোবাইল’ ক্যামেরার সামনে দাঁড়িয়ে। ক্রিকেটাররা থাকার সময় মাঠে ঢুকছেন না ব্রডকাস্টাররা।

    প্রায় ৪ মাস বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা বিঘ্নিত হয়েছিল বৃষ্টিতে। অবশেষে সাউথাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ১ম টেস্টে হতে পেরেছে টস। সেখানে জিতে ব্যাটিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন। 

    ইংল্যান্ডে জায়গা হয়নি পেসার স্টুয়ার্ট ব্রডের। দেশের মাটিতে টানা ৫১ টেস্ট খেলার পর বাদ পড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হয়নি তাদের আগের ম্যাচে ম্যাচসেরা স্পিনার রাহকিম কর্নওয়ালের। 

    এ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সিরিজের তিন টেস্টের পরের দুটি হবে ওল্ড ট্রাফোর্ডে। 

    ইংল্যান্ড একাদশ 
    ররি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রলি, বেন স্টোকস (অ), ওলি পোপ, জস বাটলার (উ), ডম বেস, জফরা আর্চার, মার্ক উড, জেমস অ্যান্ডারসন 

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ
    জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্রাথওয়েট, শামারহ ব্রুকস, শেই হোপ, রসটন চেজ, জেরমাইন ব্ল্যাকউড,শেন ডওরিচ (উ), জেসন হোল্ডার (অ), আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল