• ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর ২০২০
  • " />

     

    ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগুলেন ব্রড

    ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগুলেন ব্রড    

    ইংল্যান্ড-ওয়েস্ট টেস্ট সিরিজ শেষের পর নতুন প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে বেশ লম্বা লাফ দিয়েছেন স্টুয়ার্ট ব্রড। প্রথম টেস্টে না খেললেও পরের দুই টেস্টে ১৬ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। সিরিজ নির্ধারণী টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি, দুই ইনিংস মিলিয়ে মাত্র ৬৭ রান খরচায় ১০ উইকেট নিয়ে অনেকটা একা হাতেই গুঁড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। এই সিরিজ দিয়েই সপ্তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন ব্রড।


    তবে শুধু বোলার হিসেবেই র‍্যাঙ্কিংয়ে উন্নত হয়নি ব্রডের, টেস্ট ব্যাটিং এবং অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন তিনি। শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ৪৫ বলে ৬২ রান করায় ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়েও সাত ধাপ এগিয়েছেন তিনি। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং ৩ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে রয়েছেন ব্রড।

    শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার পুরষ্কারস্বরূপ টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২০তম স্থানে উঠে এসেছেন পেসার ক্রিস ওকস।

    এদিকে প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের সেরা বিশের মাঝে প্রবেশ করেছেন ইংলিশ ওপেনার ররি বার্নস। ওল্ড ট্রাফোর্ডে দুই ফিফটির পর ১৩ ধাপ এগিয়ে এখন ১৭-তে উঠে এসেছেন তিনি। আরেক ব্যাটসম্যান ওলি পোপ মাত্র এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ৯১ রান করেছিলেন, আর সেই ইনিংসের সুবাদে র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন তিনি। জস বাটলারও র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন, এসেছেন ৪৬ তম স্থানে।

    আর ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে এসেছেন ৬৮ তম স্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে কেমার রোচ এক ধাপ এগিয়ে এসেছেন ১৫তম স্থানে।