• পাকিস্তানের ইংল্যান্ড সফর ২০২০
  • " />

     

    ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু নো বলের 'নতুন যুগ'

    ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু নো বলের 'নতুন যুগ'    


     

    এখন থেকে আর ফ্রটফুটের নো বল মাঠের আম্পায়াররা দেখবেন না, আইসিসি সিদ্ধান্তটা নিয়েছিল আগেই। আজ থেকে শুরু ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট দিয়েই শুরু হচ্ছে নো বলের ‘নতুন যুগ’। এখন থেকে মাঠে আর ওভারস্টেপিংয়ের জন্য আম্পায়ার নো বলের ডাক দেবেন না।

    তাহলে এখন থেকে নো বলের সিদ্ধান্ত কীভাবে হবে? বোলার বল করার সাথে সাথে টিভি রিপ্লে দেখে ওভারস্টেপিং হলে সিদ্ধান্তটা দুই সেকেন্ডের মধ্যেই মাঠের আম্পায়ারকে জানিয়ে দেওয়া হবে। সেজন্য খেলার ওপর এটার প্রভাব পড়বে না বলেই মনে করছে আইসিসি। বিশেষ করে টেস্টে নো বলের ওভারস্টেপিং অনেক আম্পায়ার এড়িয়ে যাওয়ার কারণে এরকম একটা প্রযুক্তির দরকার নিয়ে আলোচনা হচ্ছিল। সেটা কতটা কাজে আসবে, ওল্ড ট্রাফোর্ড টেস্টেই দেখা যাবে। এর মধ্যেই আইসিসি ওয়ানডে সুপার লিগে এই প্রযুক্তি চালু হয়েছে।

    ২০১৮ সালে ইংল্যান্ড-শ্রীলংকা সিরিজে ব্রডকাস্টাররা ১২টি ভুল নো বল শনাক্ত করেছিলেন। গত বছর পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে ব্রিসবেন টেস্টেই শুধু দুই দেশনে ২১টি নো বল এড়িয়ে গিয়েছিলেন আম্পায়াররা। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ঘটে একই ঘটনা।