• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'ভালো প্রস্তাব' পেলে কলকাতা মোহামেডানের কথা ভেবে দেখবেন জামাল

    'ভালো প্রস্তাব' পেলে কলকাতা মোহামেডানের কথা ভেবে দেখবেন জামাল    

    কলকাতা মোহামেডানের কাছ থেকে 'ভালো প্রস্তাব' পেলে ভেবে দেখবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রায় সাত মাস পর দেশে ফিরে শুক্রবার প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন জামাল। এরপরই কথা বলেছেন ভারতের ক্লাবে নিজেদের সম্ভাব্য দলবদল নিয়ে।


    আই লিগের ক্লাব মোহামেডানে যোগ দিতে পারেন জামাল- দলবদলের বাজারে এই গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। প্যাভিলিয়নের বিশ্বস্ত সূত্র অনুযায়ী, কলকাতার ক্লাবটিও জামালের ব্যাপারে আগ্রহী। তবে দুই পক্ষের প্রাথমিক কথাবার্তা হলেও, আনুষ্ঠানিক চুক্তির ব্যাপারটি এখনও ঝুলেই আছে। জামালও বলছেন, প্রস্তাব পাওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারটি এখনও শুধুই, "গুজব"।

    "আমি এখনও কোনো প্রস্তাব পাইনি। এটা এখনও গুজব। তবে আমি যদি এখন চুক্তির কোনো প্রস্তাব পাই, তাহলে হয়ত কথা বলে দেখা যাবে।"

    "দেখা যাক কী হয়! আগে ওদের প্রস্তাবটা দেখতে হবে। ভালো চুক্তির প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখব, আর একইরকম চুক্তি হলে বাংলাদেশেই কেন থাকব না?" - বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শেষে জানিয়েছেন জামাল।  

    ২০১৭ থেকেই সাইফ স্পোর্টিং - এর হয়ে খেলছিলেন জামাল। ডিসেম্বরে শুরু হতে যাওয়া ঘরোয়া লিগের নতুন মৌসুমেও সাইফের হয়েই খেলার কথা ৩০ বছর বয়সী মিডফিল্ডারের। তবে সাইফ ছেড়ে জামালের কলকাতা মোহামেডানে যোগ দেওয়ার গুঞ্জনও ডালপালা মেলছে প্রতিদিনই। জামাল বলছেন, মাত্রই দেশে এসেছেন তিনি, আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাপারটা খোলাসা হবে বলে বিশ্বাস তার।

    ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দিয়ে আবার আন্তজার্তিক ফুটবলে ফিরবে বাংলাদেশ। প্রায় এক সপ্তাহ আগে দলের অনুশীলন শুরু হলেও, এতোদিন বাদ ছিলেন কেবল জামালই। কোচ জেমি ডেও দেশে ফিরেছেন। তবে তিনি রয়েছেন আইসোলেশনে। সোমবার থেকে তার অধীনেই অনুশীলন হওয়ার কথা বাংলাদেশের।