ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএল বেশি দেখা হচ্ছে!
ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)! সেটাও আবার প্রিমিয়ার লিগের হোম গ্রাউন্ড বা যুক্তরাজ্যে। ব্রডকাস্টার অডিয়েন্স রিসার্চ বোর্ডের (বিএআরবি) তথ্য অনুযায়ী যুক্তরাজ্য আইপিএলের কিছু ম্যাচের ভিউয়ারশিপ প্রিমিয়ার লিগে কিছু ম্যাচকে ছাড়িয়ে গেছে।
বিএআরবি-র তথ্য মতে, গত দুই সপ্তাহে যুক্তরাজ্যে প্রায় আড়াই লাখ লোক টিভি সেটে আইপিএল দেখেছে। আর ক্রিকেট বেট ইন্ডিয়া বলছে, ১২-১৮ অক্টোবর স্কাই স্পোর্টস ক্রিকেটের সরাসরি সম্প্রচার দেখেছেন ১৭ লাখের বেশি মানুষ। আইপিএল বছরগুলোর এবারের ভিউয়ারশিপ যুক্তরাজ্যে অনেক বেশি।
এদিকে প্রিমিয়ার লিগে চালু নতুন বিতর্কিত পে পার ভিউ সিস্টেম। আর সেই প্রক্রিয়ার আওতায় ম্যান ইউনাইটেডের বিপক্ষে নিউক্যাসলের হোম ম্যাচ টাকা দিয়ে দেখেছে মাত্র ৪০ হাজার মানুষ। পে পার ভিউ সিস্টেমে সবচেয়ে বেশি দর্শক হওয়া ম্যাচগুলোর দর্শক দেড় লাখও ছাড়িয়ে যায়নি। লেস্টারের বিপক্ষে আর্সেনালের ম্যাচটি দেখেছে ১ লাখ ৪০ হাজার মানুষ আর শেফিল্ডের বিপক্ষে লিভারপুলের ম্যাচটি দেখেছে ১ লাখ ১০ হাজার মানুষ।
যদিও সব মিলিয়ে টুর্নামেন্ট মূল্যের দিক দিয়ে আইপিএল এখনো প্রিমিয়ার লিগের চেয়ে অনেক পিছিয়ে আছে। তবে ক্রিকেট বেট ইন্ডিয়ার মতে, প্রতি বছর ১১ শতাংশ হারে বাজারমূল্য বাড়ছে আইপিএলের।