আত্মবিশ্বাস বেড়েছে জাহানারাদের
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৭২ রানের হার। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আরেক পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে তাই প্রত্যাশা ছিল বোধকরি পরাজয়ের ব্যবধানটা যতোটুকু সম্ভব কমিয়ে আনা। শার্লট এডওয়ার্ডস বাহিনীর কাছে জাহানারাদের ৩৬ রানের পরাজয়ে সেটার ইতিবাচক প্রতিফলনও পাওয়া যাচ্ছে বৈকি। টি-টোয়েন্টিতে দলগত সংগ্রহের নিজেদের রেকর্ডটা নতুন করে লেখার দিন জাহানারা জানালেন, পরের ম্যাচে আরও ভালো কিছু করার ব্যাপারেও আত্মবিশ্বাস বেড়েছে তাঁদের।
ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্যমাত্রাটা কি অতিক্রম্য ছিল? জাহানারা কিন্তু ইতিবাচক জবাবই দিচ্ছেন, “শুরুটা আরেকটু ভালো হলে আমার মনে হয় এই রান অবশ্যই করা সম্ভব ছিল। কাজটা সহজ না, তবে অসাধ্যও ছিল না।”
তৃতীয় আর পঞ্চম উইকেটে দারুণ দুটো জুটির কথা আলাদা করেই উল্লেখ করলেন বাংলাদেশের অধিনায়ক, “প্রথমে রুমানা-পিংকি, তারপর সালমা-জ্যোতির অসাধারণ একটা জুটি পেয়েছি আজকে। এসবের আগে পাওয়ার প্লে’তে যদি আরও কিছু রান করতে পারতাম তাহলে আমার মনে হয় লক্ষ্যে পৌঁছে যেতেও পারতাম।”
আরও পড়ুনঃ জাহানারাদের ম্যাচ খেলার "হতাশা"
আজকের ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোয় কাজে লাগাতে চান জাহানারা, “আজকে আমরা টি-টোয়েন্টিতে আমাদের নিজেদের সর্বোচ্চ রান করেছি। কিছু কিছু সময় আমাদের বোলিং ভালো ছিল, আমরা দারুণ কিছু ক্যাচ ধরেছি, ব্যাটিংটা তো আজকে বেশ ভালো ছিল। আমরা আজকে একটা ছয়ও মেরেছি। অনেকেই বলেন যে আমাদের আসলে ছয় মারার মতো শক্তিই নেই। যে জ্যোতি কোনোদিন ছয় মারে নি, সে-ই কিন্তু আজ সেটা করে দেখালো। এর মানে হল, আমরাও চাইলে পারি। যাই হোক, শেষ পর্যন্ত আসলে এসব কোনো কাজে আসে নি যেহেতু আমরা ম্যাচটা হেরেই গেছি। তারপরও বলবো দলের পারফরম্যান্সে আমি খুব খুশী। গত ম্যাচের চেয়ে আজ ভালো খেলেছি, আশা করছি পরের ম্যাচে আরও ভালো করবো।”
তবে সবক্ষেত্রেই আরও অনেক উন্নতির প্রয়োজনটা মানছেন অধিনায়ক, “আমাদের ব্যাটিংটা তুলনামূলকভাবে দুর্বলই। তারপরও বলবো সামর্থ্য, টেকনিক আমাদেরও যথেষ্ট আছে। কিন্তু সবসময় আমরা আমাদের সামর্থ্যটুকু পুরোপুরি কাজে লাগাতে পারি না। আজ যেমন ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারি নি। ফিল্ডিং নিয়ে আরও কাজ করতে হবে, বোলিংয়ে আজকে কিছু কিছু ক্ষেত্রে রান অনেক বেশী খরচ হয়ে গেছে। তবে সবমিলিয়ে আমরা ধীরে ধীরে উন্নতি করছি, সে ধারাটা ধরে রাখতে চাই।”
ক্যারিয়ারে তৃতীয়বারের মতো তিন উইকেট দখলে নেয়ার কৃতিত্ব দেখালেও বিনিময়ে খরচ হয়ে যাওয়া ৩২ রানের অংকটা জাহানারাকে তৃপ্তি দিচ্ছে না, “আমি আসলে বেশ ক’ ম্যাচ ধরেই ফর্মে নেই। সেটাই ফিরে পাওয়ার চেষ্টা করছি। কিন্তু আজকে পাওয়া তিন উইকেটের দুটোই পেয়েছি শেষ ওভারে গিয়ে, ওই একটা ওভার ছাড়া আমার বোলিং আসলে তেমন ভালো হয় নি, রান দিয়েছি অনেক। আমি আরও ভালো করার সামর্থ্য রাখি। পরবর্তী ম্যাচে সেটাই প্রমাণের চেষ্টা থাকবে।”
আগামী রবিবার নিজেদের পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রমীলা দলের মুখোমুখি হবে বাংলাদেশ।