• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ২০২১
  • " />

     

    তামিমের সঙ্গে দেশে ফিরছেন হাসানও

    তামিমের সঙ্গে দেশে ফিরছেন হাসানও    

    চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না হাসান মাহমুদের, নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে ফিরছেন এই পেসার। শনিবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তামিম টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ব্যক্তিগত কারণে

    ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে খেলার পরই চোটে পড়েছিলেন হাসান। এরপর বাকি দুই ম্যাচে খেলেননি তিনি। বিসিবি জানিয়েছে, পিঠের চোটে অনুশীলনও করতে পারেননি তিনি। ক্রাইস্টচার্চে তার জায়গায় খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়েলিংটনে সাইফের জায়গায় খেলেছেন রুবেল হোসেন। দেশে ফিরে বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন হাসান। 

    ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ জনের স্কোয়াড নিয়ে গিয়েছিল বাংলাদেশ। হোয়াইটওয়াশড হওয়া সিরিজে বাংলাদেশের সবকটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এছাড়া স্কোয়াডে আছেন আল-আমিন হোসেন, অভিষেকের অপেক্ষায় থাকা শরিফুল ইসলাম। হাসান ছাড়াও চোটের সমস্যা আছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনেরও। 

    ওয়েলিংটনে শেষ ওয়ানডেতেও বাজে হারের পর হ্যামিল্টনে পৌঁছেছে বাংলাদেশ। সেডন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শনিবার।