• বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ২০২১
  • " />

     

    ডিএলএস নাটকে বন্ধ খেলা, 'বদলে গেল' বাংলাদেশের লক্ষ্য

    ডিএলএস নাটকে বন্ধ খেলা, 'বদলে গেল' বাংলাদেশের লক্ষ্য    

    ডিএলএস নাটকের পর বদলে গেছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য। বিসিবির পক্ষ থেকে শুরুতে লক্ষ্য ১৬ ওভারে ১৪৮ রান বলা হলেও বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ম্যাচ রেফারি জেফ ক্রো নিশ্চিত করেছেন, জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬ ওভারে ১৭০ রান। 

    বৃষ্টির কারণে দ্বিতীয়দফা খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ড করেছিল ১৭.৫ ওভারে ১৭৩ রান। প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ নেমেছিলেন, ততক্ষণে বিসিবির দেওয়া এক তথ্য অনুযায়ী, বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬ ওভারে ১৪৮ রান। নিউজিল্যান্ড ক্রিকেটের অফিশিয়াল টুইটার হ্যান্ডল থেকেও জানানো হয়েছিল একই তথ্য। তবে শুরুতেই একটু দেরি করেছিলেন দুই অন-ফিল্ড আম্পায়ার। অফিশিয়াল ব্রডকাস্টার স্পার্ক স্পোর্টের কমেন্টেটররা বলছিলেন, লক্ষ্য নিয়ে ধোঁয়াশা আছে, সেটি নিশ্চিত হয়নি। তবে খেলা শুরু হয়েছিল ঠিকই। 

    কিছুক্ষণ পর ম্যাচ রেফারি জেফ ক্রোর ঘরে দেখা যায় বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। এর মাঝে চলতে থাকে খেলা, তবে ১.৩ ওভার পর সেটি বন্ধ করে দেন আম্পায়াররা। এরপর বাংলাদেশ দলের ম্যানেজারকে দেখা গেছে ম্যাচ রেফারির সংগে কথা বলতে, ক্রো তখন খাতা-কলম নিয়ে ব্যস্ত হিসাব করতে। 

    এরপর বাংলাদেশের লক্ষ্য ১৭০ ঘোষণা করা হয়েছে, চতুর্থ আম্পায়ারকে দেখা গেছে বাংলাদেশের দুই ব্যাটসম্যানের সঙ্গে কথা বলতে। এ বিরতির পর খেলা শুরু হওয়ার পরপরই ফিরে গেছেন লিটন দাস, হামিশ বেনেটের বলে পুল করতে গিয়ে মিসটাইমিংয়ে ক্যাচ তুলে। 

    পরে ইনিংসের ১৩তম ওভারের পর আবারও বদলে যায় বাংলাদেশের লক্ষ্য, এবার ১৭০ রান থেকে সেটি হয় ১৭১।