• আইসিসি মেয়েদের বিশ্বকাপ
  • " />

     

    মেয়েদের বিশ্বকাপ ২০২২: কেমন প্রস্তুতি হলো জ্যোতিদের?

    মেয়েদের বিশ্বকাপ ২০২২: কেমন প্রস্তুতি হলো জ্যোতিদের?    

    প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা। আগামী ৫ মার্চ, বাংলাদেশ সময় ভোর ৪টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রায় দেড় মাস আগেই নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কেমন হলো তাদের প্রস্তুতি? দুই প্রস্তুতি ম্যাচের প্রাপ্তি কী?

    নিউজিল্যান্ডে এর আগে কখনো খেলেননি বাংলাদেশের মেয়েরা। তাই অচেনা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে একটু আগেভাগেই দেশ ছেড়েছিলেন জ্যোতি-সালমারা। নিউজিল্যান্ডের বিমানে চড়ার আগে সেখানকার কন্ডিশন, উইকেট নিয়ে ধারণা পেতে মুশফিকদের পরামর্শও নিয়েছিলেন। 

    প্রছন্ন ধারণা নিয়ে দীর্ঘ কন্ডিশনিং ক্যাম্পের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা । প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারলেও ব্যাটারদের বেশ বড় একটা পরীক্ষা হয়ে গেল। মুর্শিদা রান না পেলেও, প্রায় ১০০ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন আরেক ওপেনার শামীমা সুলতানা। ৩৪ বলে ৩৩ রান করেছিলেন তিনি। 

    টপ অর্ডারে শারমিন আক্তার দেখিয়েছেন দৃঢ় প্রত্যয়। তিনশো ছাড়ানো লক্ষ্যের সেই ম্যাচে বাংলাদেশের রানের চাকা ঘুরেছিল তার ব্যাটের ছোঁয়াতেই। মিডল অর্ডারে রুমানা-নিগাররাও দায়িত্ব নিয়ে খেলার সামর্থ্য রাখেন। দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফলের চেয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতি কেমন হলো সেটাই ছিল মুখ্য।

    শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছিলেন স্পিনার ফারিহা তৃষ্ণা। সেই ধাক্কা সামলে উঠলেও মাঝের ওভারে নাহিদা-রিতুদের দারুণ বোলিংয়ে খেই হারায় পাকিস্তান। সেই ম্যাচে উইকেট না পেলেও দারুণ এক স্পেল করেছিলেন পেসার সুরাইয়া আজমিন। তার সাথে পেস আক্রমণে অভিজ্ঞ জাহানারা-লতারাও আছেন। 

    আলাদা করে নজর কাড়তে পারেন ফারজানা হক। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আছে ৭১ রানের ঝকঝকে ইনিংস। বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষেই তার ব্যাট থেকে এসেছিল ৪৫ রান। শামীমা-মুর্শিদাদের সাথে ব্যাটিং অর্ডারের গুরুদায়িত্ব থাকবে তার কাঁধেও। শেষ ৬ ওয়ানডের পর তার ব্যাটিং গড় প্রায় ৬৮ ছুঁইছুঁই। টি-টোয়েন্টিতে ১০০০ রান করা একমাত্র বাংলাদেশি এই ব্যাটার ওয়ানডে বিশ্বকাপেও আলো ছড়াতে চাইবেন নিশ্চিত। 

    অলরাউন্ডার রুমানা আহমেদ বছর দুয়েক ধরেই ভালো ছন্দে আছেন। গত ২ বছরের ব্যাটিং গড় ৫৮.২৫। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। গত বছর বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট নেয়ার পর করেছিলেন অপরাজিত ফিফটিও। তার দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ। 

    অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দারুণ বাকপটু আর হিসেবি। গ্লাভস হাতেও চঞ্চল। ব্যাট করেন মিডল অর্ডারে। অধিনায়কত্ব পেয়েছিলেন বিশ্বকাপের বাছাইপর্বের আগে। প্রেস কনফারেন্সেও বলেছেন, বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দিতে চান। প্রমাণ দিতে চান বড়মঞ্চে নিজেদের সামর্থ্যের। 

    নিগারদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তাদের সাথে ১৭ ম্যাচে খেলে বাংলাদেশের আছে কেবল ২ জয়। এদিকে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচ খেলে জিতেছে ২টি। পরিসংখ্যান বিপক্ষে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করতে চাইবেন নিগাররা। বাংলাদেশ অধিনায়ক এটাও জানেন, বড় মঞ্চে ভালো কিছু করতে পারলে রচিত হবে ইতিহাস। সেই ইতিহাস রচনার পথে তাদের প্রস্তুতিটা একেবারে মন্দ হয়নি। 


    বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, ফারজানা আহমেদ, জাহানারা আলম, শামীমা সুলতানা, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।