• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    সাকিবেই উদ্ধার জ্যামাইকার

    সাকিবেই উদ্ধার জ্যামাইকার    

    ব্যাট হাতে অনেকদিন পর রান পেয়েছেন সাকিব আল হাসান। তাঁর দুর্দান্ত এক ফিফটির সুবাদে ৫ উইকেটে ম্যাচ জিতেছে জ্যামাইকা তালাওয়াহ । সাকিব যখন ব্যাটিংয়ে নামলেন দলের স্কোর তখন ২ রানে তিন উইকেট। দুই বল পরে অপর প্রান্তে থাকা সাঙ্গাকারাও ফিরলেন শূন্য রানে; স্কোর তখন ২ রানে চার উইকেট। পরবর্তী ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের সাথে ৪৩ রানের পার্টনারশিপে প্রাথমিক ধ্বস সামাল দেন এই দুই কেকেআর সতীর্থ।

     

    গায়ানা অ্যামাজনের বিপক্ষে ৪৭ বল খেলে ৫৭ রান করেছেন সাকিব আল হাসান। দলীয় ৪৫ রানে আন্দ্রে রাসেল ক্যাচ আউট হলে ব্যাটিংয়ে আসেন ক্রিস গেইল। ফিল্ডিং করার সময় ব্যথা পাওয়ায় বেশিরভাগ সময়ই মাঠে ছিলেন না গেইল। আর তাই ব্যাটিংয়ে পরের দিকে নামতে হয়েছে তাঁকে। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে ২ চার ও ৩ ছয়ে ৩৯ রান করেন টি-২০ ফরম্যাটের সবচেয়ে ভয়ানক এই ব্যাটসম্যান। ফলে ২৫ বল বাকি থাকতেই গায়ানার ছুঁড়ে দেয়া ১২৮ রানের টার্গেট পেরিয়ে যায় সাকিবের জ্যামাইকা তালাওয়াহ। এর আগে বল হাতেও ২ ওভারে ২০ রানে দিয়ে একটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।