• শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
  • " />

     

    শ্রীলংকার পর অস্বস্তিতে অস্ট্রেলিয়াও

    শ্রীলংকার পর অস্বস্তিতে অস্ট্রেলিয়াও    

    শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়াঃ ২য় টেস্ট ১ম দিন শেষে

     

    সংক্ষিপ্ত স্কোরঃ শ্রীলংকা ২৮১/১০, অস্ট্রেলিয়া ৫৪/২

     

    শুরুর হোঁচটটা সামলে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলংকা; তবে আপাতদৃষ্টে শুষ্ক, প্রাণহীন উইকেটেও মিচেল স্টার্কের রুদ্রমূর্তি সংগ্রহটা খুব বড় হতে দেয় নি। স্বাগতিকদের প্রথম ইনিংসে তোলা ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে দিনশেষে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও।

     

    দিনের প্রথম বলেই শ্রীলংকার ইনিংসে আঘাত হানেন স্টার্ক। যে বলটা হতে পারতো স্রেফ বাজে একটা হাফ-ভলি, সেটাই মিড-উইকেটে ক্যাচ তুলে আক্ষেপে পোড়েন দিমুথ করুণারত্নে। তিন ওভার বাদে সেই স্টার্কের একটি ফুলার দৃষ্টিকটুভাবে উইকেটের পিছনে তুলে ফেরেন কুশল সিলভাও।

     

     

    ১০৮ রানের জুটিতে শুরুর ওই বিপর্যয় অনেকটাই কাটিয়ে ফেলেন কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। ব্যক্তিগত ৪৯ রানে নাথান লায়নের অফ স্পিনে কাবু পেরেরা, ক্যাচ তুলে দেন স্লিপে। আগের টেস্টের নায়ক কুশল মেন্ডিস দলকে টেনে নিয়ে চলেছিলেন আজও, ১০ চার আর ২ ছয়ে তাঁর ৮৬ রানের ইনিংসটা শেষ হয় স্টার্কের এক দুর্দান্ত খাটো লেন্থের ডেলিভারিতে, উইকেটের পিছনে ধরা দিয়ে।

     

    অপরপ্রান্তে স্পিনারদের ওপর চড়াও হয়ে অর্ধশতক তুলে নেয়া ম্যাথিউসও ফেরেন উইকেটের পিছনে ক্যাচ দিয়ে, ৫৪ রান করে। ধনঞ্জয় (৩৭), দিলরুয়ান, হেরাথদের ব্যাটে শেষ পর্যন্ত দলীয় সংগ্রহটা ২৮১-তে পৌঁছোয়। ৪৪ রানে ৫ উইকেট উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক যেটি অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো অস্ট্রেলিয়ান বোলারের সেরা ফিগার, গলে যে কোনো বিদেশী বোলারেরও।

     

    আগের টেস্টের পথ অনুসরণ করেই যেন ব্যাট হাতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়াও। ইনিংসের দ্বিতীয় বলেই অভিষিক্ত বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো জো বার্নসকে ফিরিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট। প্রথম টেস্টে দু’ ইনিংসেই নিষ্প্রভ আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার আজ বেশ আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করছিলেন। তবে দিনের শেষ বলে ব্যক্তিগত ৪২ রানে (৪১ বল থেকে) দিলরুয়ান পেরেরার টার্নে পরাস্ত হয়ে ক্যাচ তোলেন স্লিপে দাঁড়ানো ম্যাথিউসের হাতে।

     

    ক্যান্ডির পর গলেও প্রথম দিনেই পড়লো ১২ উইকেট। ফলাফলেরও কি পুনরাবৃত্তি হবে? রোমাঞ্চ যে অন্তত মিলবে সে আভাস তো পাওয়া গেলো প্রথম দিনেই।