• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    রাসেলের তাণ্ডবে ফাইনালে সাকিবরা

    রাসেলের তাণ্ডবে ফাইনালে সাকিবরা    

    টি-টোয়েন্টিতে এই সময়ে কেন তাঁকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় বলা হয়, সেটা আরেক বার প্রমাণ করেছেন আন্দ্রে রাসেল। জ্যামাইকা তালাওয়াসের হয়ে আজ রীতিমতো ঝড় তুলেছেন এই অলরাউন্ডার, সেঞ্চুরি পূরণ করেছেন ৪২ বলে। পরে বল হাতেও আবার নিয়েছেন ২ উইকেট। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে চলে গেছে তালাওয়াস। অবদান রেখেছেন সাকিবও, ব্যাট হাতে ১৯ রান করার পর এক ওভারেই নিয়েছেন ৩ উইকেট। কাল ফাইনালে তালাওয়াসের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

     

    রাসেল যখন ক্রিজে নেমেছেন, ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে জ্যামাইকা। এর অর সাকিবকে নিয়ে শুরু করলেন ঝড়। ছয়ই মেরেছেন ১১টি, এর মধ্যে বেশির ভাগ আবার পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। চার মেরেছেন মাত্র তিনটি। দুজন মিলে ৯ ওভারে তুলেছেন ৯৯, এর মধ্যে সাকিবের অবদান মাত্র ১৯। তাও আবার ২৩ বল খেলে। শেষ পর্যন্ত রাসেল ৪২ বলে করেছেন সেঞ্চুরি। সিপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এর চেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন শুধু ক্রিস গেইল।

     

    বৃষ্টির জন্য ত্রিনবাগোর লক্ষ্য দাঁড়িয়েছিল ১২ ওভারে ১৩০। কিন্তু হাশিম আমলা ও কলিন মানরো ছাড়া আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। সাকিবের প্রথম ওভারটা ভালো যায়নি, ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরের ওভারেও ১১ রান দিয়েছেন, কিন্তু আউট করেছেন আমলা, সুনীল নারাইন ও ডোয়ান ব্রাভোকে। ১২ ওভারে ত্রিনবাগো শেষ পর্যন্ত করতে পেরেছে ১১০।