• শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া
  • " />

     

    ইতিহাস গড়েই জিতল শ্রীলঙ্কা

    ইতিহাস গড়েই জিতল শ্রীলঙ্কা    

    শ্রীলংকার জয়টা ছিল শুধুই সময়ের ব্যাপার। কিন্তু স্পিনাররা সেটিকে একেবারেই সহজ বানিয়ে ফেললেন। মাত্র আড়াই দিনের মাঝেই ২২৯ রানের বিশাল ব্যবধানে জয় পেল শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল লংকানরা।

    জয়ের সুবাস গতকাল থেকেই পাচ্ছিল লঙ্কানরা। দ্বিতীয় দিনশেষে ৩৮৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া,সাজঘরে ফিরে গেছে তিন ব্যাটসম্যান। স্কোরবোর্ডে মাত্র ২৫ রান। ওয়ার্নার-স্মিথ জুটি শেষ কয়েকটা ওভার কোনভাবে কাটিয়ে দিলেও পরাজয়ের শঙ্কা ঘিরে ধরেছিল ক্যাঙ্গারুদের। ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে করতে হত অতিমানবীয় কিছুই।

     

    কিন্তু তৃতীয় দিনে খেলা শুরুর একটু পরেই সেই সম্ভাবনার অপমৃত্যু। খেলা শুরুর আধঘণ্টার মাঝেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন দিলরুয়ান পেরেরা। এরপর ক্রিজে বেশি সময় টিকতে পারেননি কোন অজি ব্যাটসম্যানই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপর্যয়ে ক্যাঙ্গারু শিবির। লাঞ্চের আগে স্কোরবোর্ড ১৩৩/৭,পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। বিরতির পর খেলা চলল মাত্র চল্লিশ মিনিট। পেরেরা জাদুতে কুপোকাত অস্ট্রেলিয়া। ৭০ রানে ৬ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংস মিলে নিয়েছেন ১০ উইকেট,হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচও। একই টেস্টে ফিফটি ও দশ উইকেটের কীর্তি শ্রীলঙ্কার আর কোনো ক্রিকেটাররেরই নেই।

    তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো শ্রীলংকা। এই নিয়ে উপমহাদেশে টানা আট ম্যাচ হারল অস্ট্রেলিয়া। এশিয়া তাদের দুঃস্বপ্নের দিন কি আদৌ ঘুচবে? নাকি ধবলধোলাইয়ের লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে,তার জবাব পাওয়া যাবে ১৩ আগস্ট শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেই।