সাকিব, ইমরানদের পাশে পেরেরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২৯ রানের বিশাল জয় দিয়ে সিরিজ নিশ্চিত করলো শ্রীলঙ্কা। টেস্টে দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে হেরাথের হ্যাট্রিক কিংবা ১৭ বছর পর অজিদের বিপক্ষে সিরিজ জয়; সবই দেখলেন গলের দর্শকরা। তবে সব ছাপিয়ে ঐতিহাসিক এই টেস্ট জয়ের আসল নায়ক হয়ে রইলেন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। বিরল এক রেকর্ড গড়ে তিনি নাম লিখিয়েছেন ইমরান খান ও সাকিব আল হাসানদের পাশে।
প্রথম ইনিংসে রঙ্গনা হেরাথের হ্যাট্রিক বাদ দিলে অজিদের ব্যাটিং লাইন-আপ তছনছ করার মূল দায়িত্বটা পালন করেছেন পেরেরাই। এই লঙ্কান অলরাউন্ডার প্রথম ইনিংসে ২৯ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৭০ রানে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরেছেন ব্যাট হাতেও, করেছেন ৬৪টি মূল্যবান রান। শ্রীলঙ্কান হিসেবে একই টেস্টে দশ উইকেট এবং অর্ধশতক করার রেকর্ড এটাই প্রথম; উপমহাদেশে পঞ্চম।
পেরেরার আগে উপমহাদেশ থেকে এই রেকর্ড করার কৃতিত্ব রয়েছে ইমরান খান, আবুল কাদির কপিল দেব এবং সাকিব আল হাসানের। তবে অন্যদের থেকে সাকিব ও ইমরান খানের রেকর্ডটা একটু ‘বিশেষ’-ই বটে। কারণ সাকিব আল হাসান এবং ইমরান খান দু’জনেরই দশ উইকেটের পাশাপাশি রয়েছে সেঞ্চুরিও। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন বাংলাদেশী অলরাউন্ডার। আর ইমরান খান রেকর্ডটি করেছিলেন ১৯৮৩ সালে; ভারতের বিপক্ষে।
ক্রিকেট ইতিহাসে একই টেস্টে সেঞ্চুরিসহ দশ উইকেট নেয়ার বিরল কৃতিত্ব কেবল তিনটি। সাকিব ও ইমরান খানের আগে এই রেকর্ড ছুঁয়েছিলেন স্যার ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাইয়ে তাঁরও প্রতিপক্ষ ছিল ভারত।