• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা তালাওয়াস

    চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা তালাওয়াস    

    সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হল সাকিব আল হাসানের। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের শিরোপা ঘরে তুলেছে তাঁর দল জ্যামাইকা তালাওয়াস। সেই জয়ে সাকিব রেখেছেন বড় অবদান, ২৫ রান দিয়ে  তুলে নিয়েছেন ২ উইকেট।

    একতরফা ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জ্যামাইকার অধিনায়ক ক্রিস গেইল।শুরু থেকেই বোলারদের দাপটে বেশিক্ষণ টিকতে পারেননি কোন ব্যাটসম্যানই। মাত্র ১৬.১ ওভারে ৯৩ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় গায়ানা। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাকিব উইকেট পেয়েছে প্রথম বলেই। সেটিতে অবশ্য ভাগ্যের ছোঁয়া ছিল, স্টাম্পের বাইরে শট পিচ বল তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন ক্রিস লিন। সেই ওভারে দিয়েছেন ৫ রান। পরের দুই ওভারে অবশ্য সাফল্য পাননি, ১৯ রানও দিয়েছেন। শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে তুলে নিয়েছেন জ্যাসন মোহাম্মেদের উইকেট।   ম্যান অফ দ্যা ম্যাচ হওয়া পাকিস্তানী ইমাদ ওয়াসিম নিয়েছেন ৩ টি উইকেট।

    মাত্র ৯৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ক্রিজে ঝড় তোলেন অধিনায়ক ক্রিস গেইল। মাত্র ২৭ বল খেলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হয়েছেন। আরেক ওপেনার ওয়ালটন ২৫ রানে ও তিন নম্বরে নামা কুমার সাঙ্গাকারা ১২ রানে অপরাজিত থাকেন। ১২.৫ ওভারে ৯ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা।

    টুর্নামেন্ট সেরা হয়েছেন জ্যামাইকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল।