• রিও অলিম্পিক ২০১৬
  • " />

     

    নেইমার নয়, 'মার্তা, মার্তা'!

    নেইমার নয়, 'মার্তা, মার্তা'!    

    রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তাঁরা, জেতা হয়ে গেছে আন্তর্জাতিক ফুটবলের প্রায় সব বড় শিরোপাই। তবে অলিম্পিক ফুটবলে সোনা এখনও অধরা থেকে গেছে ব্রাজিলের। ঘরের মাঠের আসরে এবার সে অভাব পূরণেই কোমর বেঁধে নেমেছিল সেলেকাওরা। কিন্তু গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে থাকতে সমীকরণ বলছে, প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে নেইমারদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ইরাকের সাথেও জয়বঞ্চিত ব্রাজিল। সোনাজয়ের স্বপ্নে বিভোর যাত্রায় শুরুতেই এমন হোঁচট মেনে নিতে পারছেন না সমর্থকরা। ইরাকের বিপক্ষে ম্যাচের প্রায় পুরোটা জুড়ে গ্যালারি থেকে কেবল দুয়োই উড়ে গেলো স্বাগতিক দলের উদ্দেশ্যে। নেইমারদের লজ্জায় ডুবিয়ে কোরাস উঠলো ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল প্রমীলা দলের অধিনায়ক মার্তার নামে।

     

    ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে ব্রাজিল এখন ইরাকের সাথে যৌথভাবে দ্বিতীয়। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক। সবার নীচে থাকা দ. আফ্রিকার পয়েন্ট ১। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দু’ দল যাবে কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ শেষ ম্যাচে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ ডেনমার্কের বিপক্ষে জয় পেলেও নিশ্চিত হবে না ব্রাজিলের পরের পর্ব। স্বাগতিকদের নির্ভর করতে হবে ইরাক-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের উপর।

     

     

    ইরাকের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে দর্শক-ক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন মিডফিল্ডার রেনাতো আগুস্তো। যতবারই তাঁর পায়ে বল গেছে, দুয়োধ্বনিতে সরব হয়েছে গ্যালারি। সে চাপেই কিনা, অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেয়ার দারুণ এক সুযোগ মিস করে বসেন চীনা লিগের এই খেলোয়াড়।

     

    নিজ দেশের হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ দর্শকরা একসময় ইরাকের নামে আওয়াজ তুলতে থাকেন। আর ঘুরেফিরেই গ্যালারি থেকে ভেসে এসেছে ‘মার্তা, মার্তা’ চিৎকার। প্রমীলা দল যে টানা দু’ ম্যাচ জিতে ইতোমধ্যেই পরের পর্ব নিশ্চিত করে ফেলেছে, নেইমারদের সেটা স্মরণ করিয়ে দিতেই বোধহয়! তাতে উল্টো ফলই হল কিনা, প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে ইচ্ছে করে বল মেরে হলুদ কার্ড দেখে বসলেন ব্রাজিল সেনাপতি।