যেখানে অপ্রতিরোধ্য আনু চিংরা
ইরানকে হারিয়ে প্রথম ম্যাচ শুরু; এরপর সিঙ্গাপুর, কিরগিজস্তান, চাইনিজ তাইপে, আরব আমিরাত- বাংলাদেশের মেয়েদের সামনে একে একে উড়ে গেছে সবাই। গ্রুপের শীর্ষে থেকেই এএফসি অনূর্ধ্ব ১৬ প্রতিযোগিতার মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বছর ৯ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে হবে মূল পর্ব, সেখানে বাংলাদেশের সঙ্গী উত্তর কোরিয়া, জাপান, থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও লাওস। এদের মধ্যে অভিষিক্ত লাওস এবং দ্বিতীয়বারের মত অংশ নিতে যাওয়া বাংলাদেশ বাদে বাকি সবারই অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলার রেকর্ড আছে। তবে কৃষ্ণারা আশা দেখাচ্ছেন, বাংলাদেশ হারার আগে অন্তত হার মেনে নেবে না।