রোনালদো-বেনজেমায় ফাইনালে রিয়াল
ম্যাচের আগে জিদানের সাথে হাত মেলাতে অসম্মতি জানানোয় বেশ আলোচনাতে ছিলেন ক্লাব আমেরিকার কোচ রিকার্দো লা ভল্পে। রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ ফাইনাল খেলার পথের কাঁটা ছিল ভল্পেরই দল ক্লাব আমেরিকা। কিন্তু চেষ্টা করেও রিয়ালকে রুখতে পারেনি আমেরিকা। মিসের মহড়ার পরও মেক্সিকোর ক্লাবটিকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি জিদানের শিষ্যদের। দুই অর্ধের একেবারে শেষদিকে বেনজেমা ও রোনালদোর গোলে ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে চলে গেল জিদানের শিষ্যরা।
দুবার ক্লাব বিশ্বকাপ জিতলেও দুই আসরে মাত্র একবার লক্ষ্যভেদ করতে পেরেছিলেন রোনালদো। রিয়ালের হয়ে গোল পাননি '১৪-এর আসরে। শত চেষ্টার পরও আজ গোলটাই পাচ্ছিলেন না 'সিআর৭'। কখনো গোলপোস্ট, কখনো কিপারের দক্ষতায় হতাশ হতে হচ্ছিল সদ্য নিজের ৪র্থ ব্যালন ডি অর জেতা এই পর্তুগীজকে। কিন্তু ম্যাচের একেবারে শেষদিকে কাউন্টারে হামেস রদ্রিগেজের পাস থেকে গোল করেন রোনালদো।
ম্যাচজুড়ে একাধিক সুযোগ হাতছাড়া করা রিয়ালকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল প্রথমার্ধের শেষ পর্যন্ত। ক্রুসের সুযোগসন্ধানী পাসে বল জালে জড়ান বেনজেমা। এই গোলে রিয়ালের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ক্লাব বিশ্বকাপের দুই আসরে গোল পেলেন এই ফরাসী স্ট্রাইকার। লা লিগার মিডফিল্ডারদের মধ্যে সব টুর্নামেন্টে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন টনি ক্রুসেরই (৮)। দ্বিতীয়ার্ধে বেনজেমা, রোনালদোরা মিসের মহড়ায় না মাতলে ব্যবধানটা আরো বড় হতে পারতো। অবশ্য ভারান, নাচোদের দুর্দান্ত ডিফেন্সে গোলের তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি মেক্সিকোর ক্লাবটি। ২-০ গোলের জয় নিয়েই রবিবারের ফাইনালে জায়গা পাকা করলেন রোনালদোরা। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জাপানের চ্যাম্পিয়ন ও এশিয়ার প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠা কাশিমা অ্যান্টালার্স।