ভিডিও রেফারিং নিয়ে অসন্তুষ্ট মদ্রিচ, সতর্ক জিদান
ম্যাচের শেষ মুহূর্ত। যে কোনো সময়েই বাজবে শেষ বাঁশি। রিয়াল মাদ্রিদ এগিয়ে ১-০ গোলে, অনেক হাপিত্যেশ করেও পাওয়া হয়নি দ্বিতীয় গোল। ৫০০তম গোলের জন্য অপেক্ষাও মনে হচ্ছিল বাড়বে ক্রিস্টিয়ানো রোনালদোর। এমন সময় একটা প্রতিআক্রমণে হামেস রদ্রিগেজের পাস থেকে গোল করেন রোনালদো। কিন্তু গোলের সিদ্ধান্ত দেওয়ার পরও একবার মনে হয়েছিল, ভিডিও সহকারী রেফারি সেটা বাতিল করেছেন। জিনেদিন জিদান ব্যাপারটা মেনে নিলেও লুকা মদ্রিচ প্রকাশ্যেই নিজের অসন্তোষ জানিয়েছেন।
ক্লাব বিশ্বকাপ ফুটবলে এই প্রথম মাঠের রেফারি চাইলে ভিডিও রেফারির সাহায্য নিতে পারেন। কাল অ্যাটলেটিকো ন্যাশিওনালের বিপক্ষে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলারসের গোলটাও এসেছে সেভাবেই। রেফারি প্রথমে ব্যাপারটা এড়িয়ে গেলেও ভিডিও রেফারির সাহায্য নিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
আজ অবশ্য রিয়ালের সঙ্গে ম্যাচে সেরকম কিছু হয়নি। বরং রোনালদোর গোলের পর রেফারি যখন ভিডিও সহকারীর কাছে পরামর্শ জানতে চাইলেন, তখন গোলটা বাতিল হয়েছে কি না সেটা নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। শেষ পর্যন্ত অবশ্য সেটি আর বাতিল হয়নি, রিয়ালও ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে।
তবে ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি মদ্রিচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সরাসরিই জানিয়ে দিয়েছেন, “ব্যাপারটা একদমই নতুন। সত্যি বলতে এটা আমার পছন্দ হয়নি। বিভ্রান্তি বাড়ে বৈ কমে না। ” এর পর যা বলেছেন, সেটা ফিফার পছন্দ হওয়ার কথা না, “আগের দিনই এই ব্যাপারটা নিয়ে আমাদের বলা হচ্ছিল। আমি খুব একটা কান দেইনি, আমার মনে হয় না এটা বাস্তবায়িত হবে।”
তবে জিদান সেই তুলনায় অনেক বেশি সতর্ক। কুটনৈতিক ভাষাতেই বলেছেন, “হ্যাঁ, অনেক বেশি বিভ্রান্তি ছিল। রোনালদোর ব্যাপারটাও তো তেমনই। তবে এসবের সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।”