শীর্ষে ওঠার পর 'গা ছাড়া' দিয়েছিল পাকিস্তান!
গত এক বছর দারুণ পারফর্ম করে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল মিসবাহর দল। কিন্তু এরপর থেকেই যেন খেই হারিয়ে ফেলেছে তাঁরা। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়াতেও নিজেদের হারিয়ে খুঁজছে পাকিস্তান দল। সাবেক অধিনায়ক জহির আব্বাস মনে করছেন, শীর্ষে ওঠার পর একেবারেই গা ছেড়ে দিয়েছিল পাকিস্তান দল, আর এতেই এই অধঃপতন।
দুবাইকে ‘ঘরের মাঠ’ হিসেবে অনেক বছর ধরেই ব্যবহার করছে পাকিস্তান। সেখানে ২০১০ সাল থেকে এখনো কোন সিরিজ হারেনি তাঁরা। কিন্তু দুবাইয়ের বাইরে তাদের রেকর্ড অতটা ভালো নয়। আব্বাসের মতে, ভালো দল হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে সব জায়গাতেই ভালো খেলতে হবে, “আমরা র্যাংকিংয়ের শীর্ষে ওঠার পর একেবারে গা ছেড়ে দিয়েছিলাম, আর এই কারণেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে খারাপ করছি। যদি আপনি সেরা দল হন, তাহলে সব কন্ডিশনেই ভালো খেলতে হবে। আমরা শুধু দুবাইতেই ভালো খেলছি।” গত জুলাইতেই অবশ্য ইংল্যান্ডের মাঠে গিয়ে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে এসেছিল পাকিস্তান।
ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে হুড়মুড় করে ভেঙ্গে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দলের ব্যাটিং একেবারেই পছন্দ হয়নি আব্বাসের, “আমি খুব হতাশার সাথে বলতে চাই, আমাদের ব্যাটিং ও বোলিং একেবারেই ভালো হয়নি। আমরা অনেকগুলো ক্যাচও ছেড়েছি। আমরা তিন বিভাগেই ব্যর্থ হয়েছি। আমাদের ফাস্ট বোলাররা ৪ উইকেট নিলেও ভালো বল করেনি।”
২০০৯ সালের সন্ত্রাসী হামলার পর থেকেই দুবাইতে ‘হোম’ ম্যাচগুলো খেলছে পাকিস্তান। আব্বাস মনে করেন, দুবাই নয়, ইংল্যান্ডকেই ‘হোম’ হিসেবে ব্যবহার করা উচিৎ পাকিস্তানের, “ইংল্যান্ডকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করাটা দলের জন্য ভালো হবে। সেখানে ভক্তদের একটা বড় দল আছে আমাদের সমর্থন দেওয়ার জন্য।”