রেফারি যথেষ্ট সাহসী ছিলেন নাঃ মাসাতাদা ইশি
ম্যাচের তখন একেবারেই অন্তিম মুহূর্ত। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি তখন অতিরিক্ত সময়ের দিকেই এগোচ্ছিল। ওই সময়ে কাশিমার ফুটবলার মু কানাজাকিকে বাজেভাবে ফাউল করেন মাদ্রিদ অধিনায়ক রামোস। আগেই হলুদ কার্ড পাওয়া রামোসের ভাগ্যে লাল কার্ড তখনই লেখা হয়ে গিয়েছিল, রেফারি পকেটে হাতও দিয়েছিলেন কার্ড বের করার জন্য। কিন্তু কী মনে করে আর কার্ড দেখাননি রামোসকে!ওই ঘটনার পর পুরো সময় জুড়েই নানান আলোচনা সমালোচনা হয়েছে রেফারিং নিয়ে। কাশিমা অ্যান্টলারসের কোচ মাসাতাদা ইশি বলছেন, রেফারি যথেষ্ট ‘সাহসী’ আচরণ করেননি।
ওই মুহূর্তে যদি রামোস মাঠ ছাড়তেন, ১০ জনের দল নিয়ে ভালোই বিপদে পড়ত জিদানের দল। জাম্বিয়ান রেফারি জ্যানি সিকাজবির ওই আচরণে খুব বেশি হতাশ ইশি, “আমরা মাদ্রিদকে অনেক চাপে ফেলেছি, কিন্তু এই ধরনের ম্যাচে ছোট ছোট ব্যাপারগুলোই পার্থক্য গড়ে দেয়। খেলার শুরু থেকেই আমার ফুটবলাররা তাদের সবটুকু দিয়ে খেলেছে। তবে রেফারি অনেক সময়ে যথেষ্ট সাহসী আচরণ করতে পারেননি, এটা খুবই দুঃখজনক।”
হেরে গেলেও দলের ওপর গর্বিত ইশি। তাঁর দল বিশ্বের অন্য ছোট দলগুলোর জন্য আদর্শ হবে বলেই মানছেন, “খুব অল্প সময়ের ভিতরে আমরা বিশ্বমানের ফুটবল খেলেছি। আমি বিশ্বাস করি কাশিমার এই অর্জন অন্য ছোট দলগুলোর জন্য আদর্শ হয়ে থাকবে।”