'নাইস গ্যারি'তে বিশ্বরেকর্ড করবেন অজি দর্শকরা!
অস্ট্রেলিয়ার খেলা চলার সময় একটা ব্যাপার হয়তো অনেকেই খেয়াল করেছেন। নাথান লায়ন যখন বল করতে আসেন, কিছুক্ষণ পরপরই উইকেটের পেছন থেকে ম্যাথু ওয়েড বলে ওঠেন ‘নাইস গ্যারি’! দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান সিরিজে অনেকবারই ঘটেছে এটা। নিছকই মজার ছলে বলা এই কথাটি কিন্তু এরই মাঝে দারুণ জনপ্রিয় হয়ে গিয়েছে অজি ভক্তদের মাঝে। এবার এমসিজির বক্সিং ডে টেস্টে প্রায় ২০ হাজার মানুষ একত্রে ‘নাইস গ্যারি’ বলে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে!
ওয়েডের মুখে ‘নাইস গ্যারি’ শুনে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, লায়নকে গ্যারি নামে কেন ডাকছেন ওয়েড! আসলে লায়নের ডাকনাম গ্যারি। মা-বাবা অস্ট্রেলিয়ার কিংবদন্তি রুলস ফুটবলার গ্যারি লায়নের নামে রেখেছিলেন তার নাম। খেলার মাঠে ওয়েডও এই নামেই ডাকেন লায়নকে। ৯০ এর দশকে ইয়ান হিলিও শেন ওয়ার্নকে বল করলেই বলতেন, ‘বউল্ড ওয়ার্নি’। সেই সময়ও দারুণ জনপ্রিয় হয়েছিল ডাকটি।
তবে ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শুধু ওয়েড নন, হাজার হাজার দর্শকও ‘গ্যারি’ নামে ডাকবেন লায়নকে! একটি ফেসবুক ইভেন্টে প্রায় ৮৫০০ জন দর্শক নিশ্চিত করেছেন তারা মেলবোর্নের মাঠে এসে লায়নের তৃতীয় দলে একসাথে চেঁচিয়ে উঠবেন ‘নাইস গ্যারি’ বলে। আরও প্রায় ১০ হাজার মানুষ এটায় যুক্ত হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। যদি সত্যি সত্যি এটা হয়েই যায়, তাহলে নতুন একটা বিশ্বরেকর্ডই হয়ে যাবে!
শুধু দর্শক নয়, অজি ক্রিকেটাররাও মজার ছলে লায়নকে ওভাবে ডাকছেন কয়েকদিন ধরেই। দর্শকদের এই অভিনব আয়োজনে যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন ফাস্ট বোলার জ্যাকসন বার্ড, “আমার মনে হয় এটা খুব মজার ব্যাপার। আমিও মনে হয় এটায় যোগ দেব! এটা দারুণ ব্যাপার, দর্শকরা ওয়েড এবং লায়নের সাথে আছে। আমাদের দলের মাঝেও ভালোই হাসি তামাশা হচ্ছে এসব নিয়ে।”