শুধু অধিনায়কই কথা বলতে পারবেন রেফারির সাথে?
রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে হলুদ বা লাল কার্ড দেখার ঘটনা ফুটবলে আকছার ঘটে। কিন্তু সামনে সেই সুযোগটাও বোধ হয় আর পাওয়া যাবে না। রেফারির সঙ্গে কেবল অধিনায়কই কথা বলতে পারবেন, ফিফা এমন একটা আইন চালু করার কথা ভাবছে।
কিছুদিন আগেই ফিফার টেকনিক্যাল কমিটির পরিচালক নিযুক্ত হয়েছেন ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেন। দায়িত্ব নেওয়ার পরেই বলেছিলেন, ফিফার বেশ কিছু নিয়মের ব্যাপারে নতুন করে ভাববেন। কদিন আগেই যেমন ক্লাব বিশ্বকাপে ভিডিও রেফারিং চালু করেছে ফিফা। যদিও সেটা ব্যবহার নিয়েই এর মধ্যেই উঠে গেছে প্রশ্ন। রেফারি-লাইন্সম্যানদের সংশয়ের জন্য এই পদ্ধতিটা মদ্রিচের মতো কেউ কেউ হাস্যকর বলেও উড়িয়ে নিয়েছেন।
তবে শুধু অধিনায়কই কথা বলতে পারবেন, এই নিয়মটা রাগবিতে আগে থেকেই চালু ছিল। মাঠের যে কোনো সমস্যার জন্য অধিনায়কেরই শুধু রেফারির সঙ্গে কথা বলার অধিকার আছে, রেফারিও কোনো সমস্যা হলে শুধু অধিনায়ককেই জানাবেন। কিন্তু ফুটবলে কেন এমন নিয়ম ভাবা হচ্ছে? ফন বাস্তেন জানাচ্ছেন, অনেক খেলোয়াড়ের আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় এ ধরনের সিদ্ধান্তের কথা ভাবছে ফিফা, “মাঠে অভিযোগ করছে এমন অনেক খেলোয়াড় আছে। আমি নিশ্চিত খেলোয়াড়দের ব্যবহার এখনো অনেক ভালো করা যায়। আমরা পুরো ব্যাপারটার একটা ভালো সমাধানের জন্য চেষ্টা করছি।”
এই মৌসুমে ইংলিশ লিগে এমন একটা নিয়ম চালু হওয়ার কথা ছিল। কেউ অশোভন কিছু করলে রেফারির মাঠেই লাল কার্ড দেওয়ার ক্ষমতার কথা ভাবা হয়েছিল। এখন পর্যন্ত সেটা অবশ্য পুরোপুরি চালু করা হয়নি।