• অস্ট্রেলিয়া-পাকিস্তান
  • " />

     

    লায়নের কারণেই হলো না 'নাইস গ্যারি'তে বিশ্বরেকর্ড

    লায়নের কারণেই হলো না 'নাইস গ্যারি'তে বিশ্বরেকর্ড    

    মেলবোর্নে কয়েক হাজার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল, কখন বল করতে আসবেন নাথান লায়ন। ‘বিশ্বরেকর্ডের’ সব প্রস্তুতিই নিয়ে রেখেছিলেন তারা। তবে তাদের আশায় গুড়েবালি! লায়নের প্রথম ওভারের তৃতীয় বলে সবাই একসাথে ‘নাইস গ্যারি’ বলে চিৎকার করার পরিকল্পনাটা ভেস্তে দিয়েছেন লায়ন নিজেই! যদিও এতে খুব একটা মন খারাপ করেননি কেউই, কারণ লায়ন তো সেই বলে উইকেট পেয়েছেন।

     

    লায়ন বল করতে আসলে অজি উইকেটকিপার ম্যাথু ওয়েড প্রায়ই ডেকে ওঠেন ‘নাইস গ্যারি’ বলে। ব্যাপারটি ভক্তদের মাঝে দারুণ জনপ্রিয় হয়ে যায়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঠিক করে, সবাই মিলে বক্সিং ডে টেস্টে একসাথে ‘নাইস গ্যারি’ বলে বিশ্বরেকর্ড করবে। এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার ঘোষণা দেয় প্রায় ২২ হাজার মানুষ!

     

    যেমন কথা তেমন কাজ। আজ সকালে হাজার হাজার দর্শক সব প্রস্তুতি নিয়েই এসেছিলেন মাঠে, হাতে ছিল 'নাইস গ্যারি' লেখা প্ল্যাকার্ড, মুখেও আকা ছিল একই কথা। স্মিথ যখন লায়নের হাতে বল তুলে দেন, তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সবাই। তৃতীয় বলটি করার আগে মাঠের অধিকাংশ দর্শক দাঁড়িয়ে গিয়েছিলেন বিশ্বরেকর্ডটি করার জন্য। তবে এই বলেই সামি আসলামকে ফিরিয়ে দিলে পুরো স্টেডিয়াম হর্ষধ্বনিতে কেপে ওঠে, ফলে ‘নাইস গ্যারি’ আওয়াজটা খুব একটা শোনা যায়নি। এতে কিন্তু ভক্তদের একটুও আফসোস নেই, তারা কিন্তু সারাক্ষণই ‘নাইস গ্যারি’ বলে চেঁচিয়ে যাচ্ছেন লায়ন বল করতে আসলেই!