বার্ডদের তোপে আজহারই ঢাল
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস ১৪২/৪ ( আজহার আলী ৬৬*, জ্যাকসন বার্ড ২/৫৩)
সকালের সূর্য দেখেই নাকি বোঝা যায় দিনটা কেমন যাবে। তবে মেলবোর্নে হয়েছে এর উল্টোটা। রৌদ্রজ্জ্বল দিনের শেষটা হয়েছে বৃষ্টি দিয়েই, আর এতেই ভেস্তে গিয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান এর মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। প্রায় ৪০ ওভার বাকি থাকতেই আম্পায়াররা আজকের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
বেরসিক বৃষ্টির কারণে অজি অধিনায়ক স্মিথ কিছুটা হতাশই হয়েছেন বলা যায়। বার্ডরা তো পাকিস্তানি ব্যাটসম্যানদের চেপেই ধরেছিলেন। এক আজহার আলী ছাড়া প্রতিরোধ গড়তে পারেননি কেউই। পঞ্চম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক বছরে হাজারের বেশি রান করার রেকর্ডও করেছেন আজহার।
টসে জিতে ব্যাটিং করতে নেমে শম্বুক গতিতে ব্যাটিং করতে থাকেন সামি আসলাম ও আজহার আলী। দুই অজি ফাস্ট বোলার হ্যাজলউড ও স্টার্ক রানের চাকা ঘুরতে না দিলেও উইকেট তুলে নিতে পারেননি। নাথান লায়ন নিজের প্রথম ওভারে এসেই ব্রেক থ্রু এনে দেন দলকে। তার এই উইকেটের জন্য অবশ্য মেলবোর্নের দর্শকদের ‘নাইস গ্যারি’ বলে চেঁচিয়ে ওঠার বিশ্বরেকর্ডটা হয়ে ওঠেনি!
দ্বিতীয় উইকেটে নামা বাবর আজমও আজ দ্রুতই ফিরে গিয়েছেন। ইউনুস খান নেমে ভালোই সঙ্গ দিচ্ছিলেন আজহারকে। ৫১ রানের জুটি ভাঙ্গেন জ্যাকসন বার্ড। ১৪ রানের ব্যবধানে ইউনুস এবং মিসবাহ দুজনকেই ফিরিয়ে দিলে আরও বেশি আক্রমণাত্মক ফিল্ডিং সাজাতে শুরু করে স্মিথ। লক্ষ্য ছিল আজকের মাঝে আরও বেশি উইকেট তুলে নেওয়া। তবে বৃষ্টি হানা দিলে সেটা আর হয়ে ওঠেনি। আগামীকাল নির্ধারিত সময়ের আগেই শুরু হবে খেলা। আজকের নষ্ট হওয়া ওভারগুলো পুষিয়ে নেওয়ার জন্যই এরকমটা করবেন আম্পায়াররা।