কোহলিকে রাগিয়ে দিতে চান স্মিথ
অস্ট্রেলিয়া-ভারত সিরিজ মানেই কথার যুদ্ধ। মাঠে কিংবা মাঠের বাইরে, দুই জায়গাতেই জমজমাট লড়াইটা উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। দুই দলের সিরিজ শুরু হতে এখনো প্রায় দুই মাস বাকি। তবে কথার লড়াইটা এবার আগেভাগেই শুরু করে দিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তার মতে, ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ‘খেপিয়ে’ তোলার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া দল!
কিন্তু কোহলিকে খেপিয়ে কী লাভ হবে স্মিথদের? অস্ট্রেলীয় অধিনায়ক জানালেন, কোহলিকে রাগিয়ে তুলে ফেরাতে পারলেই ভারতকে হারানো সহজ হয়ে যাবে, “কোহলি খুবই আবেগপ্রবণ একজন মানুষ। যদিও সে গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে এই ব্যাপারে। আমার মনে হয় দল হিসেবে আমরা চাইবো মাঠে তাকে সামান্য রাগিয়ে তুলতে। এতে যদি তাকে ঘায়েল করা যায়, তাহলে ভারতীয় দলকে পরাস্ত করা খানিকটা সহজ হয়ে যাবে।” গত বছর অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফরেও কোহলির সঙ্গে বেশ কয়েকবারই উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল স্মিথদের।
এই বছরটা দারুণ কেটেছে কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ১০৯ গড়ে করেছেন ৬৫৫ রান। তার নেতৃত্বে ভারতকে হারানোটা সহজ হবে না বলেই মানছেন স্মিথ, “সে একজন বিশ্বমানের ক্রিকেটার। গত ১৮ মাসে সে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। অনেকদিন ধরেই তারা ঘরের মাটিতে দারুণ খেলে ম্যাচ জিতছে। তার শরীরী ভাষারও পরিবর্তন হয়েছে এই সময়ে। দারুণ একটা সিরিজ হবে আশা করি। আমরা উপমহাদেশে যেমনটা খেলেছে সেটার চেয়ে ভালো করতে চাই।”
আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।