পাকিস্তানকে পথ দেখাচ্ছেন আজহার
সংক্ষিপ্ত স্কোর
(দ্বিতীয় দিন শেষে)
পাকিস্তান ১ম ইনিংস ৩১০/৬ ( আজহার আলী ১৩৯*, জ্যাকসন বার্ড ৩/৯১)
আসাদ শফিকের শটে জ্যাকসন বার্ডের আঙ্গুল ছুঁয়ে বল ষ্ট্যাম্পে লাগল। ৯৩ রানে অপর প্রান্তে থাকা আজহার আলীর ঝাঁপিয়ে পড়ে ক্রিজে ঢুকলেন। তিনি মোটামুটি নিশ্চিতই ছিলেন আউট না হওয়ার ব্যাপারে, তাই খুব একটা বিচলিত লাগছিল না তাকে। রিপ্লেতেও দেখা গেলো ঠিক সময়েই ক্রিজে পৌঁছে গিয়েছেন তিনি। কিন্তু বড় স্ক্রিনে যখন তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করলেন, তখন রীতিমত হতবাক হয়ে গিয়েছিলেন আজহার! তবে পরক্ষনেই সিদ্ধান্ত বদলে সবুজ সিগনাল দেখান আম্পায়ার ইলিংওর্থ। পুরো স্টেডিয়ামের দর্শক তখন দুয়োধ্বনি দিচ্ছিলো, স্মিথের চোখেমুখে হতাশার চিহ্নটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। মেলবোর্নে বৃষ্টিবিঘ্নিত দিনে এই আজহারের সেঞ্চুরিই সবচেয়ে বেশি ভুগিয়েছে অজিদের।
গতদিনের মতো আজও বৃষ্টির কারণে প্রায় অর্ধেক দিনের খেলা পণ্ড হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো দিনভর। শফিককে নিয়ে দারুণ এক জুটি গড়ে অজি বোলারদের সকাল থেকেই হতাশ করছিলেন আজহার। ১১৫ রানের জুটি গড়ার সময়ে আজহার তুলে নেন ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। অন্যদিকে হাফ সেঞ্চুরি করার পরপরই বার্ডের বলে ফেরেন শফিক। এরপর ব্যাটিংয়ে নেমে সরফরাজ আহমেদ বেশিক্ষণ টিকতে পারেননি।
সরফরাজের বিদায়ের পর স্মিথ হয়তো ভেবেছিলেন পাকিস্তানের লেজ দ্রুতই গুটিয়ে ফেলবেন। কিন্তু মোহাম্মদ আমিরের দুর্দান্ত ব্যাটিং সেটা আর হতে দেয়নি। অন্যদিকে আজহার পুরো সময়জুড়েই কোন সুযোগ দেননি স্টার্ক, লায়নদের। চা বিরতির পর বৃষ্টি বেড়ে গেলে আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।