বাউন্ডারি বাঁচাতে গিয়ে দুই নারী ক্রিকেটারের সংঘর্ষ
একইসাথে দুজন দৌড়াচ্ছিলেন বাউন্ডারি ঠেকানোর জন্য। শেষ পর্যন্ত বল তো ঠেকাতে পারলেনই না, উল্টো ভয়ানকভাবে সংঘর্ষ হলো দুজনের মাঝে। বিগ ব্যাশ লিগের মহিলাদের বিভাগের দল ব্রিসবেন হিটসের হয়ে ফিল্ডিং করার সময়ে ডেয়ানড্রা ডট্রিন এবং লরা হ্যারিসের সাথে ঘটেছে এই দুর্ঘটনা। ১৯৯৯ সালে শ্রীলঙ্কায় স্টিভ ওয়াহ ও জেসন গিলেস্পির সেই ভয়ংকর দুর্ঘটনাই যেন ফিরে এলো ব্রিসবেনের অ্যালান বোর্ডার স্টেডিয়ামে ।
মেলবোর্ন স্টারসের বিপক্ষে ম্যাচের ১১তম ওভারে মেগ ল্যানিংয়ের শট ঠেকাতে গিয়ে লরার মাথার সাথে ধাক্কা খান ওয়েস্ট ইন্ডিজের ডেয়ানড্রা। সাথে সাথেই দলের চিকিৎসকসহ বাকিরা ছুটে যান সেখানে। অনেকক্ষণ মাটিতে শুয়ে ছিলেন ডেয়ানড্রা। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখে খুব বড় ক্ষতি না হলেও থুতনিতে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাঁধেও সামান্য আঘাত পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেলেও বিশ্রামে আছেন তিনি। লরাও মোটামুটি সুস্থই আছেন।
সতীর্থের এরকম আঘাত পাওয়ায় শঙ্কিত হিটসের বেথ মুনি, “সতীর্থের এরকম আঘাত পাওয়ার ব্যাপারটা খুবই কষ্টদায়ক। এটা আমরা কখনোই দেখতে চাইনা। তবে এই ঘটনার পর আমরা নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছিলাম, ম্যাচের মোড়টাও ঘুরিয়ে দিয়েছি আমরা।” শেষ পর্যন্ত ৬ রানে জয় পেয়েছে ব্রিসবেন হিটস।