শেষদিনের বিপর্যয়ে হেরে গেল পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ৪৪৩/৯ ডিক্লেয়ার্ড ও ৫৩.২ ওভারে ১৬৩ অলআউট (আজহার আলী ৪৩, সরফরাজ ৪৩; স্টার্ক ৪/৩৬, লায়ন ৩/৩৩)
অস্ট্রেলিয়া ১৪২ ওভারে ৬২৪/৮ ডিক্লেয়ার্ড (স্মিথ ১৬৫*, ওয়ার্নার ১৪৪, খাজা ৯৭; সোহেল ৩/১৩১)
ফলঃ অস্ট্রেলিয়া ইনিংস ও ১৮ রানে জয়ী
আজহার আলীর ডাবল সেঞ্চুরি, তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের ব্যাট করে যাওয়া, ১৪১ ওভার বৃষ্টিতে ভেসে যাওয়া, প্রথম ৪ দিনে মাত্র ১৫ উইকেটের পতন। সবগুলোই নির্দেশ করছিল ম্যাড়মেড়ে ড্রর দিকে। কিন্তু নাটকীয় পঞ্চম দিনে বক্সিং ডে টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। টানা দুই টেস্ট জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে স্মিথ বাহিনী।
গতকালের ৪৬৫ রানের পুঁজি নিয়ে আজ নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ও স্টার্ক। প্রথম সেশনে পাক বোলারদের ওপর রীতিমত বুলডোজার চালান দুজন। ৭ ছক্কা, ৩ চারে ৮৪ রানের ইনিংস খেলা স্টার্কই ছিলেন বেশি আগ্রাসী, অধিনায়ক স্মিথও কম যাননি। অপরাজিত ছিলেন ১৬৫ রানে। মাত্র ৩০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ১৫৯ রান। ৬২৪ রানে ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক। মেলবোর্নে কোনো দলের এটাই সর্বোচ্চ রানের ইনিংস।
১৮১ রানে পিছিয়ে থেকে শুরুতেই সামি আসলামের উইকেট হারায় পাকিস্তান। লাঞ্চের পর প্রথম বলেই বাবর আজমকে এলবিডব্লিউ করেন স্টার্ক। তবে এরপর সামলেই খেলছিলেন আজহার আর ইউনিস। ৫০ রানের জুটি গড়েন ১৫ ওভারে। কিন্তু এরপরেই লায়নের উত্থান। এক ওভারেই ইউনিস ও মিসবাহকে সাজঘরের পথ দেখান লায়ন। দুর্দান্ত ওই স্পেলে আসাদ শফিককেও ফেরান তিনি। ৫ উইকেটে ৯১ রান নিয়ে চা বিরতিতে যায় মিসবাহর দল।
তৃতীয় সেশনের শুরুতে আজহার আলীকে বোল্ড করে জয়ের সম্ভাবনা দেখান হ্যাজলউড। তবে সরফরাজ ও আমির মিলে বিপর্যয়টা ভালোই মেরামত করছিলেন । কিন্তু আমিরকে ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙ্গেন বার্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। স্টার্কের তোপে সরফরাজ, ওয়াহাব রিয়াজ আর ইয়াসির শাহ আউট হলে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দিনের ১ ঘণ্টা বাকি থাকতেই ইনিংস ও ১৮ রানের বিশাল জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বরে ওঠার পর টানা ৫ টেস্টে হারলো পাকিস্তান।