অবসর নিয়ে ভাবছেন মিসবাহ
মেলবোর্ন টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ ওভারেই গুটিয়ে গেছে পাকিস্তান। ইনিংস হারের স্বাদ নিতে হয়েছে মিসবাহ উল হককে। নিজেও হতাশ করেছেন আরেকবার। নামার পর দ্বিতীয় বলেই নাথান লায়নের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়েছেন ম্যাডিসনের হাতে। পুরো ইনিংসে এমন তাসের ঘরের মতই ভেঙ্গে পড়েছে পাকিস্তান দল। হারের শোকে হতাশ পাক অধিনায়ক জানিয়েছেন তিনি অবসর নেবার কথাই ভাবছেন।
সিরিজের দুই টেস্টে ৪ ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০ রান, গত ১৬ ইনিংসে সেঞ্চুরি নেই একটিও। মেলবোর্নে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে মিসবাহর রক্ষনাত্নক ফিল্ডিং সাজানোটা। সাথে দলও হেরেছে টানা ৫ টেস্টে। পর্বতসমান চাপে পড়া মিসবাহ নিজেও স্বীকার করেছেন তার ভবিষ্যৎ অনিশ্চিত, “অবসর নিয়ে চিন্তা-ভাবনা করা দরকার আমার। কারণ আমি সবসময়ই বিশ্বাস করে এসেছি, যখন দলের জন্য কোনো অবদান রাখতে পারবো না, তখন জোর করে থাকার কোনো মানে নেই।”
অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টেই হতে পারে মিসবাহর ক্যারিয়ারের সমাপ্তি। নিজেই জানিয়েছেন, “শেষ টেস্টের আগেও অবসর নিয়ে ভাবার অবকাশ আছে। আগামী দুদিন আমি ভাববো। কিছুই না করে দলে ঝুলে থাকার কোনো সার্থকতা নেই। তবে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। দেখা যাক কী হয়।”
অবসরের ভাবনাটা নতুন নয় মিসবাহর কাছে। বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছে পরিকল্পনটা। “অবসর নিয়ে আমি অনেকদিন আগে থেকেই ভাবছি। গত বছর দুবাইতে ইংল্যান্ড সিরিজের সময়েও ভেবেছি। আমার মাথায় ছিল ভারতের সাথে আমাদের সিরিজ আছে। সেই সিরিজ খেলবো, তারপরই অবসর। কিন্তু এরপর আমরা ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথে কঠিন সময় পার করছি। অবসর নেবার জন্য সময়টা সঠিক না। সেজন্যই এখনো খেলা চালিয়ে যাচ্ছি। তবে আগামী ২-৩ বছর খেলা চালিয়ে যাবার ইচ্ছে নেই আমার।”