• দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
  • " />

     

    দেড় ঘণ্টাতেই শেষ শ্রীলঙ্কা

    দেড় ঘণ্টাতেই শেষ শ্রীলঙ্কা    

    সংক্ষিপ্ত স্কোর

    দক্ষিণ আফ্রিকা ২৮৬ এবং ৪০৬/৬ ডিক্লেয়ার্ড

    শ্রীলংকা ২০৫ এবং ৯৬.৩ ওভারে ২৮১ অলআউট (ম্যাথিউস ৫৯, মেন্ডিস ৫৮; রাবাদা ৩/৭৭, মহারাজ ৩/৮৬, অ্যাবট ২/৩৮)

    ফলঃ দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী 


     

    শ্রীলংকার দরকার ছিল ২৪৮ রান , হাতে ছিল মাত্র ৫ উইকেট। তাই শেষদিনে জয় কিংবা ড্র করতে হলে অসামান্য কিছুই করে দেখাতে হত তাদের। কিন্তু প্রোটিয়া পেস অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি তারা। তাই ৫ম দিনের প্রথম দেড় ঘণ্টাতেই যবনিকা পতন হয়েছে পোর্ট এলিজাবেথ টেস্টের। বিশাল হার মেনেছে লংকানরা।

    দিনের তৃতীয় ওভারে বড় আঘাত হানেন অ্যাবট। এলবিডব্লিউ করেন ম্যাথিউসকে। রিভিউ নিয়েও লাভ হয়নি লঙ্কান অধিনায়কের। গতদিনের সাথে মাত্র ১ রান যোগ করেই আউট হন তিনি। ২ ওভার পর নিখুঁত ইনসুইঙ্গারে ডি সিলভাকেও (২২) সাজঘরে ফেরান অ্যাবট। এবারো রিভিউ চেয়ে ব্যর্থ হন সিলভা। চার বল পরেই ফিলান্ডারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে একই পথ দেখেন হেরাথও।

    শেষদিনে লঙ্কানদের হয়ে লড়াই করেছেন কেবল লাকমল। ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন চামিরা। এরপর নুয়ান প্রদীপকে বোল্ড করে ম্যাচের সমাপ্তি টানেন কেশব মহারাজ। প্রথম সেশনের মাত্র ১৩.৩ ওভারেই ২৮১ রানে অলআউট হয় শ্রীলংকা।

    ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখানো স্টিফেন কুক। বছরের শুরুটা খারাপ হলেও জয় দিয়েই ২০১৬ শেষ করলো ডু প্লেসিসের দল। এ বছর টেস্টে তাদের চেয়ে সফল দল কেবল ভারত।