এই পরাজয়ের কোনো ব্যাখ্যা নেইঃ মিসবাহ
একদিকে স্মিথকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে উঠেছে অজিরা। অন্যদিকে শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছেন মিসবাহ। বক্সিং ডে টেস্ট ম্যাচের গল্পটা এই একটা দৃশ্যেই ভেসে উঠেছে গতকাল। ড্রই যেখানে ম্যাচের ভাগ্য বলে মনে হচ্ছিল পঞ্চম দিনের শুরুতেও, শেষ পর্যন্ত সেই ম্যাচই ইনিংস ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। ম্যাচশেষে মিসবাহ তাই বলেছেন, এই হারের কোন ব্যাখ্যা নেই তাঁর কাছে।
ড্র করার জন্য মাত্র ৬৭ ওভারের মতো ব্যাট করতে হতো পাকিস্তানকে। কিন্তু প্রথম ইনিংসে ১২৭ ওভার খেলা দলটি গতদিন মাত্র ৫৪ ওভারেই গুটিয়ে যায়। দলের এরকম বিপর্যয় কিছুতেই মানতে পারছেন না মিসবাহ, “এই হারের কোন ব্যাখ্যা নেই। প্রথম ইনিংসে চারশোর বেশি রান করার পর হুট করে শেষদিনে এসে চাপে পড়লে এরকম হতে পারে। পুরো ব্যাপারটাই হয়তো চাপের কারণেই হয়েছে। অস্ট্রেলিয়া দলকে এই জয়ের পুরো কৃতিত্ব দিতে চাই, তারা দারুণ খেলেছে।”
শেষদিনের প্রথম সেশনটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেই মানছেন মিসবাহ, “ওই দুই সেশনই খেলাটা আমাদের নাগালের বাইরে নিয়ে গিয়েছে। আমরা অস্ট্রেলিয়াকে সুযোগটা দিয়ে দিয়েছি। এরপর আমাদের আক্রমণাত্মক হওয়ার কোনই উপায় ছিল না। সকালে কয়েকটি উইকেট তুলে নিলে ফলটা অন্যরকম হতে পারত।”