ব্র্যাডম্যানের পাশে ওয়ার্নার
ওয়াহাব রিয়াজের বল থার্ডম্যান অঞ্চলে আলতো করে পাঠিয়ে দিয়ে যখন ৩ রানের জন্য দৌড়ালেন, তখনই ইতিহাসের পাতায় ঢুকে গেলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ইতিহাসের মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটের প্রথম দিন লাঞ্চের আগেই সেঞ্চুরি পেলেন তিনি।
শেষবার ৪১ বছর আগে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে এমন কীর্তি করেছিলেন পাকিস্তানের মজিদ খান। অস্ট্রেলিয়ার মাটিতে অবশ্য ওয়ার্নারই প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করলেন। যদিও নিজের ১৮-তম টেস্ট সেঞ্চুরির পর ওয়ার্নার জানিয়েছেন, এই রেকর্ডের ব্যাপারে নাকি জানতেনই না তিনি!
টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম দিনে লাঞ্চের আগেই সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও ছিলেন একজন অস্ট্রেলিয়ান (ভিক্টর ট্রাম্পার ১৯০২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে)। এরপর ১৯২৫ সালে চার্লি ম্যাকারটনি (লিডস টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে), স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩০ সালে (লিডস টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে) এবং সবশেষে ১৯৭৬ সালে মজিদ খান করেন এই কীর্তি।