• ফিফা ক্লাব বিশ্বকাপ
  • " />

     

    ফিফা বর্ষসেরা অনুষ্ঠানে থাকছেন না মেসি

    ফিফা বর্ষসেরা অনুষ্ঠানে থাকছেন না মেসি    

    ব্যালন ডি'অর কর্তৃপক্ষের সাথে চুক্তি শেষ হবার পর আর মেয়াদ বাড়ায়নি ফিফা। তাই নতুন পরিসরে আজ রাতে ফিফার সদর দপ্তর জুরিখে বসছে বর্ষসেরা পুরস্কার বিতরণীর এই আসর। তবে অনুষ্ঠানের আগেই অন্যতম আকর্ষণ লিওনেল মেসির অনুপস্থিতি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা। মেসির সাথে আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে এবং লুইস সুয়ারেজের জুরিখ যাবার কথা থাকলেও তারাও থাকছেন স্পেনেই।

    অফিসিয়াল সাইটে ক্লাবটি জানিয়েছে, বুধবারের কোপা দেল রে ম্যাচের প্রস্তুতিতে সর্বোচ্চ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত। তাই ‘দি বেস্ট ফিফা অ্যাওয়ার্ডস’–এ ক্লাবের কোনো খেলোয়াড়ই থাকবেন না। তবে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত থাকবেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ, সহ-সভাপতি জোর্দি মেস্ত্রে সহ ক্লাবের বেশ কিছু কর্মকর্তা। সাথে ওই বার্তাতে ফিফার বর্তমান কমিটি ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে বিশেষ ধন্যবাদ জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য শুভকামনা জানিয়েছে কাতালান ক্লাবটি।   

    গত সপ্তাহে সান মামেসে প্রথম লেগে ২-১ গোলের পরাজয়ে কিছুটা ব্যাকফুটে আছে মেসির দল। তাই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য বুধবার অ্যাটলেটিকো বিলবাওয়ের সাথে জিততেই হবে বার্সেলোনাকে। খারাপ ফর্মে থাকা বার্সেলোনা গতকালও লিগে ড্র করেছে ভিয়ারিয়ালের সাথে। নতুন বছরে এখন পর্যন্ত জয়হীন ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচ জিতেছে মাত্র ৫ ম্যাচ।