• অস্ট্রেলিয়া-পাকিস্তান
  • " />

     

    হ্যাজলউডের হাতে চার আঙ্গুল!

    হ্যাজলউডের হাতে চার আঙ্গুল!    

    কেউ যদি ৮ জানুয়ারি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফেসবুক পেজে ঢুঁ মেরে থাকেন, নিশ্চিতভাবেই ছোটখাটো একটা ধাক্কা খেয়েছেন। অজি ফাস্ট বোলার জশ হ্যাজলউডের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া ছবিটি একটু খেয়াল করলে চমকে ওঠারই কথা। সেই ছবিতে দেখা যাচ্ছে, হ্যাজলউডের হাতে মাত্র ৪ টি আঙ্গুল!

     

    আরেকটা আঙ্গুল তাহলে গেলো কই? ওয়াকার ইউনিসের মতো তাঁর হাতেও কী একটা আঙ্গুল কম? নাকি পুরোটাই ফটোশপ? এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো সবার মনে। তবে আসলে ব্যাপারটা সেরকম না। ক্যামেরার লেন্সের গোলমালের জন্যই এমনটা হয়েছে বলে জানিয়েছেন ছবিটির চিত্রগ্রাহক ম্যাট কিং।

     

     

    ম্যাট এই ছবিটা তুলেছিলেন সিডনি টেস্টের শেষ দিনে। আজহার আলীকে ফেরানোর পর হ্যাজলউডের উদযাপনের ওই ছবিটি অবশ্য ফেসবুকে আসার আগে দেখেননি তিনি, “ফেসবুকে এটা দেখার আগে আমার কোন ধারণাই ছিল না এই ব্যাপারে! নিজের ছবি দেখে উচ্ছ্বসিত ছিলাম, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম হ্যাজলউডের একটা আঙ্গুল নেই। পরে আসল ছবি ঘেঁটে দেখলাম সেখানেও এমন। কিন্তু এখানে মোটেও অন্য কারসাজি করা হয়নি এটা নিশ্চিতভাবেই জানতাম।”

     

    তাহলে হ্যাজলউডের আঙ্গুল এরকম এলো কেন ছবিতে? আসলে চিত্রগ্রাহকরা পরপর কয়েকটি শট নেন একই দৃশ্যের। অনেক সময় এই কারণেই কিছু জিনিসের ওলটপালট হতে পারেন। এরকমটাই হয়েছে এই ছবির ক্ষেত্রে, “যদি আপনি আগের শটগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেগুলো ঠিকই আছে। উদযাপনের সময় সে হাত ঘুরিয়ে ফেলায় একদম শেষ ছবিটায় একটা আঙ্গুল কম দেখা গিয়েছে। আমিও ভুলবশত ওই শেষের ছবিটাই পাঠিয়ে দিয়েছিলাম।”