• অস্ট্রেলিয়া-পাকিস্তান
  • " />

     

    'সুন্দর ক্রিকেট খেলে ভারতের বিপক্ষে জেতা যাবে না'

    'সুন্দর ক্রিকেট খেলে ভারতের বিপক্ষে জেতা যাবে না'    

    ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করে নিজের দুরবস্থা থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষভাগ থেকেই ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছেন ওয়ার্নার-খাজারা। সামনেই ভারত সফরে যাচ্ছে স্মিথের দল। অজি স্পিনার নাথান লায়ন মনে করেন, ভারতের মাটিতে 'সুন্দর' ক্রিকেট খেলে জয় পাওয়া সম্ভব নয়।

    উপমহাদেশে অজিদের রেকর্ড খুব একটা সুখকর নয়। গত বছরেই শ্রীলংকার কাছে ধবলধোলাই হয়ে ফিরতে হয়েছে। এদিকে  কয়েক সিরিজ ধরে ভারত রীতিমতো অপ্রতিরোধ্য ঘরে মাটিতে। নায়ন অবশ্য বিশ্বাস করেন, নিজেদের মাটিতে ভারত শক্তিশালী হলেও জয় ছিনিয়ে আনা সম্ভব, “গত ১০ বছরে নিজেদের মাটিতে ৪৯টি টেস্টের ভিতরে মাত্র ৪টিতে হেরেছে ভারত। যেখানে সফর করা বরাবরই শারীরিক ও মানসিকভাবে খুব কঠিন। এটা আপনার স্কিলের পরীক্ষা নেবে। আমাদের হয়তো একটু 'কুৎসিতভাবে' খেলতে হবে জয় পাওয়ার জন্য।”

     

    শেষবার ভারতে গিয়ে ধবলধোলাইয়ের লজ্জা পেতে হয়েছিল। তবে এবার ২০১৩ সালের পুনরাবৃত্তি হবে না বলেই আশা করছেন লায়ন, “ভারতের পিচ স্পিন সহায়ক। আমাদের ব্যাটসম্যানদের উচিত হবে একটু ধৈর্য সহকারে ব্যাটিং করা। সেখানে প্রচুর রান উঠানো সম্ভব। আমাদের বর্তমান দলের  বেশিরভাগ সদস্যই এই প্রথমবারের মতো সেখানে যাচ্ছে। কাজটা তাঁদের জন্য একটুই কঠিনই হবে। তবে গত কয়েক মাসে আমাদের তরুণ ক্রিকেটাররা দারুণ করছে। আশা করি তাঁরা আত্মবিশ্বাসের সাথে খেলে ভালো কিছু অর্জন করবে।”


    ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু হবে ৪ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজের প্রস্তুতি নিয়ে দুই সপ্তাহ আগেই দুবাইতে অনুশীলন শুরু করবে অজিরা।