• বিগ ব্যাশ লিগ
  • " />

     

    উড়ে আসা ব্যাটের আঘাতে আহত নেভিল

    উড়ে আসা ব্যাটের আঘাতে আহত নেভিল    

    এই গত সপ্তাহেই বিগ ব্যাশের এক ম্যাচে ফিল্ডারের ছুঁড়ে মারা বল আচমকা দিক বদলে আঘাত হেনেছিল তাঁর মাথায়। অপ্রীতিকর অভিজ্ঞতাটা ভুলতে না ভুলতেই আবারও আক্রান্ত অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার নেভিল। বিগ ব্যাশেরই আরেক ম্যাচে ব্যাটসম্যানের হাত ফসকে উড়ে আসা ব্যাটের আঘাতে ফুলে যাওয়া চোয়াল নিয়ে মাঠ ছেড়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

     

     

    আজ সোমবার বিগ ব্যাশের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের উইকেট সামলাচ্ছিলেন নেভিল। থিসারা পেরেরার একটি বল সপাটে লেগে ঘুরিয়ে মারেন অ্যাডিলেডের অধিনায়ক ব্র্যাড হজ। কিন্তু এ সময় ব্যাটটি তাঁর হাত ফসকে উড়ে যায় উইকেটের পিছনে। বলের দিকে তাকিয়ে থাকা নেভিল দেখতে পান নি উড়ে আসা ব্যাটটি। উড়ন্ত ব্যাটের হাতল গিয়ে আঘাত হানে তাঁর চোয়ালে। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন নেভিল।

     

    মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে নেভিলকে নিয়ে যাওয়া স্থানীয় একটি হাসপাতালে। সেখানে তাঁর পরবর্তী শুশ্রূষার ব্যবস্থা চলছে।